অস্কারের মঞ্চে সম্মানিত ইরফান খান, ভানু আথাইয়া

0
73

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অস্কারের মঞ্চে সম্মানিত প্রয়াত অভিনেতা ইরফান খান। গত বছর না ফেরার দেশে চলে যান প্রবাদপ্রতিম এই অভিনেতা। বলিউড হারায় এক উজ্জ্বল নক্ষত্রকে। এহেন অভিনেতাকে সম্মান প্রদান করল ‘দ্য অ্যাকাডেমি’। ‘দ্য অ্যাকাডেমি’-র তরফে প্রতিবছরই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত প্রয়াত ব্যক্তিত্বদের স্মরণ করা হয় শ্রদ্ধার্ঘ বিভাগে।

irfan khan | newsfront.co
ইরফান খান

আর এবছর দুই ভারতীয় ব্যক্তিত্ব ইরফান খান ও অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়াকে স্মরণ করল ‘দ্য অ্যাকাডেমি’। এই বিভাগেই স্মরণ করে নেওয়া হয় আমেরিকান তারকা চ্যাডউইক বোজম্যান ও ব্রিটিশ অভিনেতা শন কনারিসহ বহু বিশিষ্টদের। প্রয়াতদের প্রতি সম্মান জানাতে মঞ্চে আসেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলা ব্যাসেট সহ বহু বিশিষ্টরা।

vanu athaiya | newsfront.co
ভানু আথাইয়া

প্রসঙ্গত, নিউরোএন্ডোক্রাইন টিউমারের সঙ্গে দু বছর লড়াই করে গত বছর ২৯শে এপ্রিল ইহলোক ত্যাগ করেন ইরফান খান। গত বছর অক্টোবরে প্রয়াত হন ভারতের প্রথম অস্কারজয়ী ভানু আথাইয়া। ১৯৮৩ সালে রিচার্ড অ্যাটেনবার্গ পরিচালিত ‘গান্ধী’ ছবির দৌলতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে সন্মানিত হন ভানু। আট বছর আগে মস্তিষ্কে টিউমারের কারণে নিঃশব্দে চলে যান এই কিংবনদন্তি কস্টিউম ডিজাইনার।

আরও পড়ুনঃ প্রতীক-অন্বেষার নতুন গান ‘যদি তুমি জানতে’

বিশ্ব চলচ্চিত্রে তাঁর অবদান স্মরণ করল ‘দ্য অ্যাকাডেমি’।এবার সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক চারটি বিভাগে সেরা হয়েছে দক্ষিণ কোরিয়ান ভাষায় নির্মিত ‘প্যারাসাইট’। সেরা চলচ্চিত্র বিভাগে অস্কারের ৯৩ বছরের ইতিহাসে এই প্রথম ইংরেজি ব্যতিত কোনও অন্য ভাষার ছবি জয়ী হল।

একনজরে দেখে নিন ৯৩ তম অস্কার বিজয়ীদের নামঃ

সেরা চলচ্চিত্র– নোম্যাডল্যান্ড
সেরা অভিনেতা– অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)
সেরা অভিনেত্রী– ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (নোম্যাডল্যান্ড)
সেরা পরিচালক– ক্লোয়ি জাও (নোম্যাডল্যান্ড)
সেরা পার্শ্ব-অভিনেতা– ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া)
সেরা পার্শ্ব-অভিনেত্রী– ইয়া-জাঙ উন (মিনারি)
সেরা মৌলিক চিত্রনাট্য প্রমিসিং ইয়াং ওম্যান– এমারেল্ড ফেনেল
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য দ্য ফাদার– ক্রিস্টোফার হ্যাম্পটন ও ফ্লোরিয়ান জেলার
সেরা অ্যানিমেটেড ছবি– সৌল (পিট ডক্টর ও ডানা মারে)
সেরা চিত্রগ্রহণ– ম্যাঙ্ক (এরিক মেসারস্মিট)
সেরা পোশাক পরিকল্পনা– মা রেইনি’স ব্ল্যাক বটম (অ্যান রোথ)
সেরা প্রামাণ্যচিত্র– মাই অক্টোপাস টিচার (পিপ্পা এরলিচ, ক্রেগ ফস্টার ও জেমস রিড)
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র– কলেট (অ্যালিস ডয়ার্ড ও অ্যান্থনি গিয়াচ্চিনো)
সেরা সম্পাদনা–  সাউন্ড অব মেটাল (মিকেল ই. জি. নিলসেন)
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র– অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)
সেরা রূপ ও চুলসজ্জা– মা রেইনি’স ব্ল্যাক বটম (সের্গিও লোপেজ-রিভেরা, মিয়া নিল ও জেমিকা উইলসন)
সেরা মৌলিক সুর– সৌল (ট্রেন্ট রেজনা, অ্যাটিকাস রস, জন বাটিস্ট)
সেরা মৌলিক গান- ফাইট ফর ইউ (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া)
সেরা শিল্প নির্দেশনা– ম্যাঙ্ক (ডোনাল্ড গ্রাহার বার্ট ও জ্যান পাসকেল)
সেরা শব্দ– সাউন্ড অব মেটাল (জেইম বখত, নিকোলাস বেকার, ফিলিপ ব্লাড, কার্লোস করতেস ও মিশেল কুটোলেঙ্ক)
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস- টেনেট (স্কট আর. ফিশার, অ্যান্ড্রু জ্যাকসন, ডেভিড লি ও অ্যান্ড্রু লকলি)
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি– ইফ অ্যানিথিং হ্যাপেনস আই লাভ ইউ (মাইকেল গোভিয়ার ও উইল ম্যাককরম্যাক)
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র– টু ডিস্ট্যান্ট স্ট্রেঞ্জার্স (ট্রেভন ফ্রি ও মার্টিন ডেসমন্ড রো)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here