মনিরুল হক, কোচবিহারঃ
জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন চল্লিশ জন ছাত্র ছাত্রীদের সার্কাস দেখানো হল আজ। এদিন দুপুরে আঁকড়াহাট দিশারী প্রতিবন্ধী স্কুলের ওই ছাত্রছাত্রীদের কোচবিহার রাসমেলায় নিয়ে এসে সার্কাস দেখানো হয়।
সে সময় সার্কাস ময়দানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক সঞ্জয় পাল,ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর সুপর্ণা বিশ্বাস সহ কোচবিহার পৌরসভার আধিকারিকরা।এদিন দুপুরে ছাত্রছাত্রীরা সার্কাস দেখার পর তাঁদের কোচবিহার পৌরসভার পক্ষ থেকে টিফিনের ব্যবস্থাও করা হয়।
কোচবিহারের সদর মহকুমা শাসক সঞ্জয় পাল জানান,জেলা শাসকের অনুপ্রেরণায় আজকে বিশেষ চাহিদা সম্পন্ন চল্লিশ জন ছাত্র ছাত্রীদের সার্কাস দেখানো হল।আগামী দিনে জেলার আরও অন্যান্য স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এরকম বিনোদনের ব্যবস্থা করা হবে।
আরও পড়ুনঃ দলসিংপাড়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584