নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
নির্বাচনের আগেই নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল সেনার ছবি দিয়ে কোন প্রচার করা যাবে না।পুলওয়ামা ঘটনার পরে বিজেপি যেভাবে প্রচার করছিল সেটা দেখে অন্যান্য রাজনৈতিক দলের অভিযোগের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট।
কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশেকে পাশ কাটিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাংলো নং ৬৭৭ গেটের বাইরে সংবাদমাধ্যমে সার্জিক্যাল স্ট্রাইকের প্রচারিত হেলিকপ্টারের ছবি দিয়ে ‘ছাপ্পান ইঞ্চি কা সিনা’ ক্যাপশনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছবি দিয়ে ঝোলানো আছে হোর্ডিং।
আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইক ২ এর পরেও শহীদ বাবলু সাঁতরার স্ত্রী’র প্রশ্নের মুখে মোদি সরকার
এই হোর্ডিং নির্বাচনী বিধি এবং সুপ্রিমকোর্টের নির্দেশ অমান্যের সামিল বলে মনে করছেন বিরোধী তৃণমূলের নেতা কর্মী থেকে অনেকেই।পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি নিউজফ্রন্ট প্রতিনিধিকে জানান যে, বিজেপি সেনাকে নিজেদের নির্বাচনী প্রচারে ব্যবহার করছে সেনা কারো পৈত্রিক সম্পত্তি নয়।
ভারতীয় সেনা দেশের গর্ব তাদের নিয়ে রাজনীতি করা ঠিক নয়।এই ছবি ব্যবহার করার বিরুদ্ধে আমরা কমিশনকে জানাবো। আজকেই লিখিত অভিযোগ জানাবো নির্বাচন কমিশনকে।একই সাথে তিনি বলেন,সেনা নিয়ে যারা রাজনীতিতে নেমেছে তাদের যোগ্য জবাব দেবে উনিশের লোকসভা নির্বাচন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584