নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
রবিবার মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া হাই (উঃমাঃ) স্কুলে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির দ্বিতীয় বার্ষিক সার্কেল সম্মেলন।
এদিন ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৫০ জন শিক্ষক শিক্ষিকা সম্মেলনে অংশ নেন।সম্মেলনে সাংগঠনিক বিষয় ছাড়া ও শিক্ষকদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া আগামী দিনে সংগঠনকে সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য ৩৬ জনকে নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়।
আরও পড়ুনঃ সারা বাংলা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির ১৭ তম জেলা সম্মেলন
কমিটির সভাপতি,কার্যকরী সভাপতি এবং সম্পাদক মনোনীত হন যথাক্রমে বিজয় শিং,অরিন্দম বিশ্বাস ও নিতেশ রায়।
এদিন সমেলন মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃদুল গোস্বামী,সমিতির রাজ্য সাধারন সম্পাদিকা মৌমিতা অধিকারি,জেলা সভাপতি কৌশিক সরকার,তৃণমূল কংগ্রেসের জেলা নেতা,পঙ্কজ দাস বীরপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক জয় ভট্টাচার্য্য সহ অনান্য নেতৃবৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584