নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
প্রতি বছরের মতো এ বছরও শনিবার মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশুবাড়ি হাইস্কুলে অনুষ্ঠিত হল নিখিল বঙ্গ শিক্ষক সমিতির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা।অনুষ্ঠানের শুভ সূচনা করেন সমিতির জোনাল সভাপতি আশিস পঞ্চানন।
ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের থেকে ৭০ জন প্রতিযোগী অঙ্কন,আবৃতি,সঙ্গীত,নৃত্য,প্রবন্ধ, সাওতালি কবিতা সহ মোট ২২ টি বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির জেলা নেতা কমলাক্ষ চন্দ।শিশুবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক মানস ভট্টাচার্য।উপস্থিত ছিলেন জেলা নেত্রী সমিতা সরকার সহ অনান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ এবিটিএ-র উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন
জেলা নেতা রমেন চক্রবর্তী জানান,”সমিতির পক্ষ থেকে প্রতি বছর এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়ে আসছে।জোনালে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারিরা আগামি ৮ সেপ্টেম্বর জেলা স্তরে অংশ গ্রহনের সুযোগ পাবে এবং জেলায় সফল প্রতিযোগীরা রাজ্য স্তরে প্রতিযোগিতা করতে পারব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584