নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
ঝাড়গ্রাম জেলায় নতুন ৪৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অনুমোদন দিল রাজ্য সরকার।এর মধ্যে সাঁকরাইল ব্লকে ১৬টি ও ঝাড়গ্রাম ব্লকে ২৮টি কেন্দ্র তৈরি হবে। রাজ্যের নারী, শিশু, সমাজকল্যাণ দপ্তর ঝাড়গ্রাম জেলার জন্য এই অনুমোদন দিয়েছে। ঝাড়গ্রাম জেলা প্রশাসনের কাছে এ সংক্রান্ত অর্ডার এসে পৌঁছেছে। ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রানি এ বলেন, জেলায় নতুন ৪৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি চালু করার জন্য জায়গা খোঁজা হচ্ছে। অস্থায়ীভাবে খুব তাড়াতাড়ি এই ৪৪টি কেন্দ্র চালু করা হবে। এজন্য নতুন করে আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগ করা হবে।জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলায় মোট অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে ২৪১৯টি। ৪৪টি নতুন কেন্দ্র তৈরি হলে জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা দাঁড়াবে ২৪৬৩টি। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাঁকরাইল ও ঝাড়গ্রাম ব্লকে এখনও সমস্ত গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্র নেই। এর ফলে ছোট ছোট শিশুদের ও গর্ভবতী মায়েদের খাবার আনতে দু’ থেকে তিন কিলোমিটার দূরে পাশের গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেতে হয়। এনিয়ে অনেক গ্রামেই দীর্ঘদিন ধরে ক্ষোভ ছিল। গত জুন মাসে ঝাড়গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি পরিদর্শনে এসেছিলেন নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজা। সেই সময় মন্ত্রী বলেছিলেন, ঝাড়গ্রাম জেলায় আরও ৪৪টি নতুন আইসিডিএস সেন্টার তৈরি হবে। আরও যেখানে প্রয়োজন, আমরা তা তৈরি করে দেব।এছাড়াও বেশ কিছু আইসিডিএস সেন্টার উন্নীতকরণ করা হবে বলেও জানিয়েছিলেন মন্ত্রী। পাশাপাশি, জেলায় আইসিডিএসের নিয়োগ প্রক্রিয়া তরান্বিত করার নির্দেশ দিয়েছিলেন। অনেকেই মনে করছেন, মন্ত্রীর পরিদর্শন ও তৎপরতার জেরেই নতুন করে এতগুলি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পেতে চলেছে ঝাড়গ্রাম জেলা। গত মাসে ঝাড়গ্রাম জেলায় ২২৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবন তৈরির জন্য আদিবাসী উন্নয়ন দপ্তর ১১ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ করেছে। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কিচেন গার্ডেন, ফুল ও ফলের বাগান, পরিস্রুত পানীয় জল, শৌচাগার থাকবে। জানা গিয়েছে, সাঁকরাইলে ১৮৭টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে।নতুন করে ১৬টি কেন্দ্র অনুমোদন পাওয়ার ফলে সাঁকরাইল ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সংখ্যা দাঁড়াবে ২০৩। ঝাড়গ্রাম ব্লকে ৩১৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। ২৮টি বাড়ার ফলে সেই সংখ্যা গিয়ে দাঁড়াবে ৩৪২। স্বভাবতই খুশির হাওয়া জেলায়।জেলা প্রশাসন সূত্রে খবর, সাঁকরাইল ব্লকের পূর্ব ধোবাশোল, পালইডাঙা, উষাবান্ধি, গুড়পুকুরসাই, ঝাড়গ্রাম ব্লকের রাধানগর, নেতুরা, কাশীতোড়িয়া, পাতরা মুসলিম পাড়া, জয়নগর মুসলিম পাড়া সহ মোট ৪৪টি জায়গায় অস্থায়ীভাবে কেন্দ্রগুলি চালু করা হচ্ছে। প্রথমে অস্থায়ীভাবে হলেও পরবর্তী ক্ষেত্রে এই কেন্দ্রগুলির জন্য ভবন তৈরি করা হবে। এমনটাই পরিকল্পনা রয়েছে দপ্তরের। আপাতত অস্থায়ী কেন্দ্র খোলার জন্য জায়গা চিহ্নিত করতেও বলা হয়েছে।ঝাড়গ্রাম জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ মনোরমা পাত্র বলেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর অঙ্গনওয়াড়ি কেন্দ্রেগুলির উপর বিশেষ নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী। অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্র শিশু আলয়ে উন্নীত করা হয়েছে। জেলায় আরও নতুন ৪৪টি কেন্দ্র হলে গ্রামের শিশু ও মায়েদের পরিষেবা পাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এছাড়া বহু মানুষের কর্মসংস্থানও হবে।
আরও পড়ুন: ধর্ষকের যাবজ্জীবন সাজা ঘোষণা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584