নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
সুরাপ্রেমীদের গলা ভিজল অবশেষে। ৪ মে সকালে সুরার দোকানে প্রেমীদের লাইন দেখে চক্ষু চড়কগাছ! এরাই আবার ত্রাণ নিতে ছোটে। বলি, সুরার দোকানে সুরাও কি ত্রাণ হিসেবে মিলছে?…. অতএব সুরা বিক্রেতাদেরও কাজ শুরু হল। রোজগারপাতিও হল শুরু। প্রশাসন কাজ করছে, সাংবাদিক কাজ করছে, ব্যাঙ্ক কর্মীরাও কাজ করছে, আই টি সেক্টরও ওয়ার্ক ফ্রম হোম-এ কর্মরত।
একমাত্র রোজগারহীন গোষ্ঠী শিল্পীমহল। শুটিং কবে শুরু হবে তা কেউ জানে না। “সামাজিক দূরত্ব মেনে অন্য সব কাজ চলছে, শুটিং-ও তো করা যায় অল্পবিস্তর।” এমন কথাও বলছেন অনেকে। যুক্তি নেই এই কথার তেমনটাও নয়। আবার এটাও ঠিক, যে ধরনের বিপদের মুখোমুখি আজ আমরা, সেখানে দাঁড়িয়ে শুটিং শুরু করাটা কি স্বাস্থ্যসম্মত হবে?
আবার এমনটাও ভাবা ঠিক নয় যে যাঁরা সিনেমা সিরিয়াল করেন তাঁরা প্রত্যেকেই ধনী। আর সে নিজের যোগ্যতায়, পরিশ্রমের রোজগারে ধনী হলেও বা তাঁর কাজ থাকবে না দিনের পর দিন? এবং কবে থেকে তাঁরা আবার কাজে বহাল হতে পারবেন তা নিয়েও কোনও সঠিক তথ্য নেই কারো কাছে। মোদ্দাকথা, কর্মহীনতায় ভুগছেন তাঁরা। নিজেদের ভবিষ্যৎ নিয়ে ঘোর চিন্তায় মগ্ন তাঁরা।
আরও পড়ুনঃ মা হলেন কোয়েল মল্লিক
বাড়িতে বসে মোবাইল ফোনে শুট করে তার টেলিকাস্ট চলছে টেলিভিশনে। এরকম কি কথা ছিল? এতে সাময়িক চোখ জুড়োচ্ছে দর্শকের। তাঁরাও নিজেদের সুরক্ষার জন্য নিয়ম মেনে আজ ঘরবন্দি। মানলাম, বিনোদন সবথেকে শেষের পছন্দ। আবার এও ঠিক মানুষ কি বিনোদন ছাড়া বাঁচে? ত্রাণ নিতে যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাঁদের ব্যাগ ঝাড়লেও একটি স্মার্ট ফোন পাওয়া যাবে। হয়ত তাতে ইন্টারনেট কানেকশনও রয়েছে। সেখানে ধারাবাহিকের সম্প্রচারও দেখেন তাঁরা। সেও তো সেই বিনোদনই হল। তা হলে প্রতিদিন আপনার আমার ঘরের ড্রইং রুম যাঁরা আলোকিত করেন, মাতিয়ে রাখেন আমাদের সন্ধেটা তাঁদের কী হবে? তাঁরা তো আজ কর্মহীন।
জানা গিয়েছে এই মুহূর্তে শুটিং নাকি শুরু করাই যাবে না। তাতে মানুষ করোনায় মরবে৷ তা হলে যারা মদের দোকানে লাইন দিল সামাজিক দূরত্ব বজায় না রেখে, তাদের প্রাণের কোনও ভয় নেই? বিতর্কিত প্রশ্ন অবশ্য।
সম্প্রতি এক বহুল প্রচলিত সংবাদপত্রে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে একটি খবর প্রকাশিত হয়। সূত্রের খবর অনুযায়ী সেই খবরের তীব্র বিরোধিতা করেন স্বরূপ বিশ্বাস৷ “লকডাউন আংশিক উঠলেই শুরু হবে শুটিং” এই খবরের তীব্র বিরোধিতা করে তিনি বলেন, “যেখানে দাঁড়িয়ে মানুষের প্রাণ সংশয় প্রতি মুহূর্তে সেখানে শুটিং শুরু করা নিয়ে কথা হয় কী ভাবে? এখনও তেমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। শুটিং কবে শুরু হতে পারে তার কোনও আভাসও কেউ দেয়নি। ফেডারেশন, প্রডিউসার গিল্ড এবং চ্যানেল আলোচনা করবে, তারপর ঠিক হবে কবে থেকে শুটিং শুরু হবে।”
তিনি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমাদের এই ইন্ডাস্ট্রিতে বহু টেকনিশিয়ান কাজ করেন। তাঁরা অধিকাংশই দিন আনা দিন খাওয়া মানুষ। তাঁদের কাছে ভুয়ো খবর দয়া করে পৌঁছে দেবেন না। এখনই অনেকে মিলে এক ফ্লোরে কাজ শুরু হলে বিপদ বাড়বে ছাড়া কমবে না। সুতরাং কবে থেকে শুটিং শুরু হতে পারে তার কোনও সঠিক খবর মেলেনি এখনও। অগত্যা, অপেক্ষাই সম্বল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584