শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
আজ হিলি ব্লকের তিওড়ে ভারত সরকারের ‘সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া’র (সেবি) সহায়তায় উজ্জীবন সোসাইটি, তিওড়, হিলি, দক্ষিণ দিনাজপুরের সহযোগিতায় এবং করিমপুর সোসাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় শিক্ষাদানের মাধ্যমে বিনিয়োগকারীদের কর্মশালার আয়োজন করা হয়েছিল।
একদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন এলাকার সচেতন লগ্নিকারী সাধারণ মানুষ। সেবির পক্ষ থেকে এই কর্মশালায় উপস্থিত করিমপুর সোসাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মাননীয় অশোক সরকার মহাশয় সাধারণ মানুষের আর্থিক পরিকল্পনার প্রয়োজনীয়তা এবং অল্প বয়সে তার প্রস্তুতি শুরু করার প্রয়োজনীয়তার উপর জোড় দেন।
আরও পড়ুনঃ জল সম্পদ বিভাগ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনর্জাগরণ সচেতনতামূলক অনুষ্ঠান
যাতে সময় মতো সাধারণ মানুষ তার আর্থিক উদ্দেশ্যপূরণ করতে পারেন। এছাড়াও ভারতের আর্থিক বাজারে বিনিয়োগের বিভিন্ন পন্থা, বিনিয়োগের পূর্বে যে সব বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন, আর্থিক লক্ষ পূরণের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ কৌশলসমূহ এবং কিভাবে সাধারণ মানুষ বিনিয়োগ শুরু করবেন তার উপর বিস্তারিত অলোচনা করেন করিমপুর সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সুখময় হালদার, ভাস্কর সাহা এবং বৈদ্যনাথ দে মহাশয়।
উজ্জীবন সোসাইটির সম্পাদক ও সমাজকর্মী সূরজ দাশ জানান, এমন সচেতনতা শিবির আরো আরো এলাকায় করা দরকার।
আরও পড়ুনঃ তামাক বর্জন সচেতনতা প্রচারে ট্যাবলো উদ্বোধন
আজকের শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী সুশান্ত কুমার সরকার, রথীন্দ্রনাথ সরকার, আঙুর লাহা সহ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আইনি পার্শ্বসেবক অর্পিতা দাস, রীতা মোহন্ত, অঞ্জলি হেমরম এবং বিপ্রজিত সরকার। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষে সলিড লিকুইড ওয়েষ্ট ম্যানেজমেন্টের উপর আলোচনা করেন প্রবীর বিশ্বাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584