প্লাস্টিক মুক্ত পৃথিবী গড়তে সচেতনতা প্রচার সুন্দরবনে

0
131

সিমা পুরকাইত, দক্ষিন ২৪ পরগনাঃ

awareness campaign for plastic free earth | newsfront.co
নিজস্ব চিত্র

প্লাস্টিক মুক্ত পৃথিবী গড়তে দুর্গা পুজোর মধ্যে সচেতনতা প্রচারে নেমেছে ওয়েল ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি)’র সহযোগিতায় সুন্দরবন জনকল্যান সংঘ। চলতি মাসের ১১ তারিখ থেকে তাদের এই অভিযান শুরু হয়েছে।

মহিষাসুরমর্দিনী রূপে দেবি দুর্গা যেমন অসুর বধ করেছিলেন, সেই আঙ্গিকে বর্তমান পৃথিবীর অসুর প্লাস্টিক যা পরিবেশকে দূষিত করছে তাকে বধ করতে প্রয়োজন মানুষের সচেতনতা।

awareness campaign for plastic free earth | newsfront.co
সচেতনতা প্রচার। নিজস্ব চিত্র
চটের ব্যাগ প্রদান। নিজস্ব চিত্র

তাই মানুষকে সচেতন করতে সাউথ সুন্দরববন বিএড কলেজে এই সচেতনতা অনুষ্ঠান করে সুন্দরবন জনকল্যান সংঘ। এদিনের অনুষ্ঠানে নাটক, মূকাভিনয়, আবৃত্তি, নৃত্যের মধ্যে দিয়ে এই সচেতনতা প্রচার করা হয়।

আরও পড়ুনঃ জলঙ্গীতে বন্যা সচেতনতা প্রচারে গ্রাম ঘুরল আধিকারিক জনপ্রতিনিধিরা

রফিকউদ্দিন মোল্লা, নিজস্ব চিত্র
দীপঙ্কর বিশ্বাস। নিজস্ব চিত্র
দেবারতি দাস, পড়ুয়া। নিজস্ব চিত্র

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওএনজিএসের এক্সিকিউটিভ সিএসআর দীপঙ্কর বিশবাস,সাউথ সুন্দরবন জনকল্যান সংঘের সম্পাদক রফিকউদ্দিন মোল্লা, অধ্যাপক সেকেন্দার সেখ সহ অনান্যরা।

এদিনের অনুষ্ঠানে পড়ুয়াদের হাতে চটের ব্যাগ তুলে দেন সাউথ সুন্দরবন জনকল্যান সংঘের পক্ষ থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here