সুন্দরবনকে প্লাস্টিক মুক্ত করতে প্রশাসনের সাথে হাত মিলিয়ে সচেতনতা প্রচারে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন

0
98

সিমা পুরকাইত, দক্ষিন ২৪ পরগনাঃ

বিপন্ন বসুন্ধরা। বিপন্ন সুন্দরবন। প্লাসটিক আর পলেথিন আজ পৃথিবীর ভারসাম্য হারিয়ে দিচ্ছে। পলিথিন ব্যাগ, কসমেটিক প্লাস্টিক, গৃহস্থলির প্লাস্টিক, বাণিজ্যিক কাজে ব্যবহৃত প্লাস্টিক পণ্যের বেশিরভাগই পুনঃচক্রায়ন হয় না। এগুলো পরিবেশে থেকে বর্জ্যের আকার নেয়।

the awareness campaign of Voluntary organizations | newsfront.co
নিজস্ব চিত্র

মানুষের অসচেতনতাই এর প্রধান কারন। প্লাস্টিক এমন এক রাসায়নিক পদার্থ যা পরিবেশে পচতে অথবা কারখানায় পুনঃপ্রক্রিয়াকরণ করতে প্রচুর সময় লাগে। তাই একে ‘অপচ্য পদার্থ’ হিসেবে আখ্যা দেওয়া হয়। প্লাস্টিক বর্জ্য পরিবেশে দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে ৷

the awareness campaign of Voluntary organizations | newsfront.co
নিজস্ব চিত্র

সাধারনত উদ্ভিদকূল, জলজ প্রাণী, দ্বীপ অঞ্চলের প্রাণীরা প্লাস্টিক বর্জ্যের জন্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে৷ প্লাস্টিক বর্জ্য ঐসকল প্রাণীর বাসস্থান, খাদ্য সংগ্রহের স্থান ও উদ্ভিদের খাদ্য গ্রহনের পথে বাধার সৃষ্টি করে।শুধুমাত্র উদ্ভিদ বা জলজ প্রাণী নয়, মানুষদের কারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ৷

আরও পড়ুনঃ বাংলা আবাস যোজনায় গৃহ প্রাপকদের সচেতনতা শিবির

the awareness campaign of Voluntary organizations | newsfront.co
নিজস্ব চিত্র

পৃথিবী থেকে প্লাসটিক সঙ্গে পলেথিন মুক্ত করতে প্রশাসনের সঙ্গে সহযোগিতার হাত বাড়ালো সাউথ সুন্দরবন জনকল্যান সংঘ নামে এক বেসরকারি সংগঠন।

the awareness campaign of Voluntary organizations | newsfront.co
নিজস্ব চিত্র

স্বচ্ছ ভারত অভিযানের ডাক দিয়ে ভারত পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেডের সহযোগিতায় সচেতনতা শিবির শুরু করেছে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে গ্রামে। শুধু গ্রাম নয় স্কুলে পড়ুয়াদের নিয়ে প্লসটিক সঙ্গে পলেথিন নিধনে হাত লাগিয়েছে।

আরও পড়ুনঃ রেলওয়ে ট্রাককে প্লাস্টিক মুক্ত করতে সাফাই অভিযানে আধিকারিক

প্লাসটিক পলিথিন ব্যবহার কারিদের দিয়ে কি ভাবে সচেতন করছে সংগঠন। বর্জ্য জাতিয় পলেথিন সঙ্গে নিম্ন প্রকৃতির প্লাসটিক সংগ্রহ করার পর কি করা হচ্ছে সে গুলো নিয়ে। একটি দু লিটার বোতলে ৫৭৫ গ্রাম পলেথিন রাখা যাবে । যেগুলি ব্যবহৃত হবে সৌন্দার্যয় কাছে।

গ্রাম থেকে সংগ্রহ করা হবে এই বর্জ্য প্লাসটিক সঙ্গে পলেথিন । সেগুলি চলে যাবে সংস্থা কিংবা ফেরিওয়ালা দের কাছে ।ফলে পাড়া থেকে গ্রাম ।

গ্রাম থেকে বাজার সর্বত্র মুক্ত হবে প্লাসটিক সঙ্গে পলেথিন। তথ্য বলছে বর্তমানে একটি মানুষের ওজন যা তার চারগুন ওজনে রয়েছে প্লাসটিক সঙ্গে পলেথিন এই পৃথিবীতে। সেই দূর্বিষহ দূরীকরণে স্বচ্ছ ভারত অভিযানে নেমেছেন সাউথ সুন্দরবন জনকল্যান সংঘ। এই অভিযানের নাম প্লাসটিক ওয়েস্ট ম্যানেজমেন্ট । যা মুক্ত করবে বর্জ্য প্লাসটিক সঙ্গে পলেথিনকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here