নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
ভারতের বিশাল আইটি দফতরগুলি এক খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বেশির ভাগ মার্কিন সংস্থাগুলি স্ট্রিমলাইন কস্ট এর কথা না ভেবে তাদের কোম্পানীগুলি স্থানীয়করণের কথা ভাবছে, তাই আইটি ডোমেনগুলির এই অবস্থা।
ভারতে আইটি কর্মচারীরা, বিশেষত মধ্য থেকে উচ্চতর কর্মীদের চাকরি হারানোর ঝুঁকি রয়েছে কারণ বেশির ভাগ সংস্থাগুলি আগামী তিন মাসের মধ্যে মোট কর্মীদের ৫-৮ শতাংশ কর্মী ছাঁটাই করে দেবে বলে জানিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড। এর ফলে এক একটি বড় ফার্মের প্রায় ১০,০০০-২০,০০০ কর্মচারীকে ছাঁটাই করা হবে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুনঃ সুবিচারের আশায় থানার দারস্থ বৃদ্ধ দম্পতি
জাতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, বিশেষজ্ঞদের মতে, আসন্ন দিনে প্রযুক্তির উন্নতির জন্য অধিকাংশ কাজ যন্ত্রের উপর নির্ভর করেই করা হবে। সেক্ষেত্রে মার্কিন কোম্পানীগুলো লোকবল কমাতে বাধ্য হচ্ছে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বর কোম্পানীগুলির ভারি ছাড় লভ্যাংশের টার্গেট পূরণে বাধা সৃষ্টি করছে।
বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত কর্মচারী, যাদের বেতন প্রায় ২০-৪০ লক্ষ টাকা তাদের চাকরি হারানোর ঝুঁকি সবচেয়ে বেশি। আর তিন মাসের মধ্যে এই অবস্থা দেশের ভয়ঙ্করতম বেকারত্বে দাঁড়াতে পারে।
কগনিজ্যান্ট, ইনফোসিস এর মতো কিছু সংস্থা এখন থেকেই এই বিষয়ে পদক্ষেপ নিতে শুরু করেছে। জানা গিয়েছে, স্ট্রিমলাইন কস্ট কমানোর জন্য কগনিজ্যান্ট অন্তত ১০,০০০ কর্মচারী ছাঁটাই করবেই, কাগজে কলমে যা প্রায় ১২,০০০।
কগনিজ্যান্ট সিইও ব্রায়ান হ্যামফ্রিজ ব্যাখ্যা করেছিলেন যে, সংস্থাটি ‘এমপ্লয়ী পিরামিড’ সংশোধন করার চেষ্টা করছে যা অতীতে বিকৃত হয়েছে। সংস্থাটি জানিয়েছে যে, তারা স্নাতক শিক্ষার্থী নিয়োগ ৩০ শতাংশ বৃদ্ধি করবে এবং মধ্য থেকে উর্ধ্বতন স্তরের কর্মীদের ছাঁটাই করবে। কগনিজ্যান্ট তার অপারেশন ব্যয় ৩৫০-৪০০ মিলিয়ন ডলারের কাছাকাছি কমানোর চেষ্টায় আছে।
অন্যদিকে ইনফোসিস তার আর্থিক ব্যয় ১০০-১৫০ মিলিয়ন ডলার কমানোর লক্ষ্যে রয়েছে। দুটি আইটি কোম্পানীর এই সিদ্ধান্ত দেখে বোঝাই যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্টের কোম্পানীগুলি অধিক পরিমাণে স্থানীয়করণ হচ্ছে। ভারতবর্ষে কর্মী নিয়োগের থেকেও প্রযুক্তি সাধনে খরচা অনেক বেশি। তাই মূল আইটি কোম্পানীগুলি ভারতবর্ষে কর্মী নিয়োগের কথা ভাবছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584