নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
এলাকায় আবার আক্রান্ত হলো তৃণমূল কর্মী।পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ১ পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কল্যাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ পুতুল অধিকারী।তাঁর স্বামী সুব্রত অধিকারী এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত।
বেনাচাপড়া গ্রাম পঞ্চায়েতের মায়তা গ্রামে বাড়ি তাঁর।তৃণমূল দলীয় সূত্রে জানা গিয়েছে,ভোটের কয়েকদিন আগেও একবার নিজের এলাকায় আক্রান্ত হয়েছিলেন সুব্রতবাবু।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৮ টা নাগাদ সুব্রত অধিকারী মায়তা বাজার থেকে চা খেয়ে যখন বাড়ি ফিরছিলেন সেইসময় পিছন থেকে কয়েকজন এসে তাঁর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে বলে অভিযোগ।মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে গেলে চলে বেধড়ক মারধর।
গুরুতর জখম অবস্থায় সুব্রতকে প্রথমে গড়বেতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মাথায় ৮ টি সেলাই করতে হয় বলে তাঁর স্ত্রী পুতুল অধিকারী জানান।
আরও পড়ুনঃ বিজেপি সমর্থকদের উপর লাঠি রড নিয়ে আক্রমনের অভিযোগ
গড়বেতা ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূলের ব্লক সভাপতি সেবাব্রত ঘোষ বলেন, “বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা পিছন দিক থেকে তাঁকে আক্রমণ করে, তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়, এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে চাইছে বিজেপি, পুলিশকে বলেছি কড়া ব্যবস্থা নিতে।”
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে।ধৃতরা প্রত্যেকেই বিজেপি দলের সক্রিয় কর্মী বলে দাবি করে বিজেপির গড়বেতা মধ্য মণ্ডলের সভাপতি তন্ময় দোগরি।তিনি বলেন, এই ঘটনায় গ্রেফতার হওয়া কেউই জড়িত নয়।পুলিশ তদন্তে নেমেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584