বিজেপির বিরুদ্ধে বাইক মিছিলেও তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে

0
34

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

২০১১ সালে সিপিএমকে হারিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল সরকার তারপর থেকে তৃণমূলের অন্দরেই গোষ্ঠীদ্বন্দ্ব ছিল অব্যাহত।

আবার সেই ছবি ধরা পরল পশ্চিম মেদিনীপুর জেলার মকরামপুরে।এবার তৃণমূলের নেতৃত্বের বিরুদ্ধে সরব তৃণমূলই।পশ্চিম মেদিনীপুরের মকরামপুরে তৃণমূল নেতৃত্ব নাকফুড়ি মুর্মুর ডাকে প্রায় তিন শতাধিক বাইকের মিছিলের আয়োজন করা হয়।

নিজস্ব চিত্র

রবিবাসরীয় এই বাইক মিছিলে যেমন বিজেপির বিরুদ্ধে মিছিলের আয়োজন করা হয় তেমনি একসময়ের বোমা বিস্ফোরণে মূল অভিযুক্ত তৃণমূল নেতৃত্ব লক্ষ্মী শিট ও অমিত মন্ডলের বিরুদ্ধে ও সরব হন তিনি।

আরও পড়ুনঃ ব্ল্যাক মানি ফেরতের দাবিতে সবং-এ বাইক মিছিল

পাশাপাশি এদিন তৃণমূল ভেঙে বিজেপিতে যোগ দেওয়া বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক ফের তৃণমূলে ফিরে আসেন।তৃণমূল অঞ্চল নেতৃত্ব নাকফুড়ি মুর্মুর অভিযোগ-“তৃণমূল নেতৃত্ব বলে পরিচয় দিয়ে লক্ষ্মী শিট এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে।

তারজন্য এলাকায় শান্তি ফিরিয়ে আনতে আমাদের বাইক মিছিল।”পরবর্তীকালে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here