জলদাপাড়া অভয়ারণ্যে বাইসনের দেহ উদ্ধার

0
154

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

bison rescue from jaldapara | newsfront.co
উদ্ধার হওয়া দেহ।নিজস্ব চিত্র

একটি পূর্ণ বয়স্ক বাইসন মৃত্যুর ঘটনা ঘটল জলদাপাড়া অভয়ারণ্যে।বনদপ্তর কর্তাদের মতে সম্ভবত বয়স জনিত কারনে মৃত্যু হয়েছে বাইসনটি।

সোমবার সকালে মাদারিহাট পূর্ব খয়েরবাড়ি সংলগ্ন তিতির ৪ নম্বর কম্পার্টমেন্টের জঙ্গল থেকে বাইসনের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা বনদপ্তরে খবর দেয়।

স্থানীয় পঞ্চায়েত সদস্য রাজেশ উরাও জানান, “স্থানীয়দের কাছের থেকে খবর পেয়ে এসে দেখি আমার একটি বাইসন মারা গেছে।বন দপ্তরকে খবর দিই।তারা এসেছেন।”

bison rescue from jaldapara | newsfront.co
রাজেশ উরাও,স্থানীয় পঞ্চায়েত সদস্য।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কোচবিহারে বাইসনের তান্ডব, আহত ১

খবর পেয়ে ঘটনাস্থলে বনদপ্তরের আধিকারিকরা পৌছেছে।ঘটনাস্থলে বন দফতরের চিকিৎসকরা পৌঁছেছেন।

জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারি বন্যপ্রান সহায়ক মনিশ কুমার যাদব বলেন, “আপাতত মনে হচ্ছে বাইসনটি প্রাকৃতিক কারনেই মারা গেছে।এটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নয়।তবে চিকিৎসকরা ঘটনাস্থলে গেছেন।ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here