নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ভোটের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে।প্রচার শেষ। তারমধ্যেই সরগরম হয়ে উঠল দাসপুরের ভোট যুদ্ধ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দাসপুর থানার বৈকুন্ঠপুর নিম্বার্গ মঠের মধ্যে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ভারতী ঘোষের সাথে বহিরাগতদের গোপন বৈঠক চলছিল বলে অভিযোগ উঠে।তারপর অতর্কিত আক্রমণ চালায় তৃণমূলের কর্মীরা।
আরও পড়ুনঃ ভোটপূর্ব বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত নারায়ণগড়,আহত ২০
জানা যাচ্ছে আজ রাত প্রায় ৯টা নাগাদ ভারতী ঘোষ প্রায় ৩০ জন বহিরাগতদের নিয়ে গোপন সভায় ব্যস্ত থাকার তৃণমূল কর্মীরা ভেতর ঢুকে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালায়।এরপর উত্তেজনা সৃষ্টি হয়।দুপক্ষের মধ্যে ইঁট ছোড়াছুড়ি শুরু হয়। বহিরাগতদের অনেকেই এর জেরে আহত হয়। তাদের মধ্যে একজনের মাথায় ইঁট লাগে। আহতদের উদ্ধার করে দাসপুর হাসপাতালে পাঠানো হয়।
বিজেপির অভিযোগ বহিরাগত হামলাকারী আসলে তৃণমূলের কর্মী সমর্থক। এরপর দুশো জন তৃণমূলের কর্মী সমর্থক ওই মঠ ঘিরে রেখেছে। দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
তৃণমূলের দাবি,ভারতী ঘোষকে গ্রেপ্তার করতে হবে। পরিস্থিতি সামাল দিতে ঘাটালের এসডিপিও অতিরিক্ত বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। ৩৮ জন বিজপির কর্মীকে অাটক করা হয়েছে।দাসপুর ১ ব্লকের রিটার্নিং অফিসার শংকর নস্কর জানান,একটা সমস্যা হয়েছিল।তারপর গাড়িগুলি তল্লাশী চালিয়ে বিজেপি টুপি, গেঞ্জি,কাপড় পাওয়া যায়।
তৃণমূলের ব্লক সভাপতি সুকুমার পাত্রর অভিযোগ ভোটের প্রচারের সময় পেরিয়ে গেলেও ভারতী ঘোষ বহিরাগতদের নিয়ে মিটিং করছিল এবং ভোটারদের কাপড় জামা বিলি করে প্রভাবিত করার চেষ্টা করছিল।ভারতীর অভিযোগ তৃণমূলের বহিরাগতরা পরিকল্পনা করে অামাদের উপর হামলা চালায়,গাড়ি ভাঙচুর করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584