১৪ নতুন মন্ডল সভাপতির নাম ঘোষণা বিজেপির

0
88

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

বিধানসভা ভোটের আগেই ঝাড়গ্রাম জেলায় নতুন করে খুঁটি সাজাচ্ছে বিজেপি নেতৃত্ব। অবশ্য তার আগে রয়েছে পুরভোট। ভোটের আগে ঝাড়গ্রাম জেলায় বিজেপির সাংগঠনিক ১৮টি মণ্ডলের মধ্যে ১৪টি মণ্ডলেই নতুন মুখ। চারটি মণ্ডলে পুরনো সভাপতি বহাল রয়েছে।

bjp announce fourteen new president name | newsfront.co
নিজস্ব চিত্র

দলের রাজ্য সম্পাদক তুষারকান্তি ঘোষ বলেন, বুথে সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর মণ্ডল সভাপতি গঠনের প্রক্রিয়া হল। ৫ ডিসেম্বরের মধ্যে জেলা সভাপতি গঠন করা হবে।

মঙ্গলবার বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে ১৪টি মণ্ডলের নতুন সভাপতিদের নাম ঘোষণা করেন বিজেপির রাজ্য সম্পাদক। রাজনৈতিক মহলের বক্তব্য, ভোটের দেড় বছর আগে নতুন মুখ এনে সাংগঠনিক শক্তি আরও মজবুত করতে চাইছে বিজেপি।

আরও পড়ুনঃ পাকা ব্রীজ না থাকায় সমস্যার সম্মুখীন পরোকাটা গ্রামবাসীরা

গত পঞ্চায়েত ও লোকসভা ভোটে এই জেলায় ভাল ফল করেছে বিজেপি। দু’টি পঞ্চায়েত সমিতি ও ২০টির বেশি গ্রাম পঞ্চায়েতে দখল করেছে তারা। এমনকি লোকসভায় ঝাড়গ্রাম আসনও দখল করেছে বিজেপি।

তাই এবার জেলার বিনপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর ও নয়াগ্রাম, এই চারটি বিধানসভা কেন্দ্রকে পাখির চোখ করে সংগঠন আরও মজবুত করতে চাইছে বিজেপি।

ইতিমধ্যেই জেলার ১০৯৫টি বুথের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শেষ করে বুথ সভাপতি গঠন করেছে তারা। বেশিরভাগ বুথে নতুন মুখ আনা হয়েছে। বুথের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর মণ্ডলে সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শুরু করেছিল।

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে বিজেপির নতুন সভাপতি নন্দন ঠাকুর

এ দিন সেই নতুন সভাপতিদের নাম ঘোষণা করা হয়। প্রতি তিন বছর অন্তর বিজেপির সাংগঠনিক পদে রদবদল হয়। অন্যান্যবার ভোটাভুটি করে সভাপতি নির্বাচন করা হয়। এবার সারা রাজ্যে দলের কাজের বিশ্লেষণ করে মণ্ডল সভাপতিদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রের খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here