সুদীপ পাল, বর্ধমানঃ
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারি সভাধিপতি দেবু টুডুকে একই দিনে টেলিফোনে পরপর তিনবার প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল।
এর আগেও তৃণমূলের এই নেতাকে বিভিন্ন সময় ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ নদীয়া জেলা থেকে সেবার একজনকে গ্রেফতার করেছিল। তবে সেবার কোনও রাজনীতির যোগ ছিল না। এবার সরাসরি অভিযোগ উঠছে বিজেপি নেতার বিরুদ্ধে।
পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সহকারি সভাধিপতি। তিনি বলেন, ফোন করে প্রথমে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। পরে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
আরও পড়ুনঃ খাবারে টিকটিকি পড়ার প্রতিবাদে পথে নামল বিজেপি যুব বাহিনী
ট্রু-কলার মারফৎ ফোন নম্বর যাচাই করে তিনি দেখেন তিনটি নম্বর স্থানীয় বিজেপি নেতার। পুলিশে অভিযোগ দায়ের করেন তারপরেই। তিনি জানান, স্পষ্ট হয়ে গেছে কারা এই ঘটনার সাথে যুক্ত।
বিজেপির বর্ধমান দক্ষিণ বিধানসভা পর্যবেক্ষক দেবাশিস সরকারের নাম উঠে এসেছে এই ঘটনায়। হুমকি দেওয়ার কথা অবশ্য অস্বীকার করেছেন তিনি। তাঁর দাবি, ফোনে তিনি জয় শ্রীরাম বলেছিলেন।
গত বুধবার বর্ধমান ২ ব্লকের ভাতার বিধানসভার অন্তর্গত কুড়মুনে একটি সভা করেন দেবু টুডু। বিজেপির অভিযোগ, সেই সভা থেকে তিনি হুমকি দিয়েছিলেন– জয় শ্রীরাম কেউ বললে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে।
আরও পড়ুনঃ বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব
এরপরেই ফোন আসে দেবুবাবুর কাছে। ট্রু-কলার এ যে তিনটি নম্বর থেকে হুমকি এসেছে তার একটিতে দেবাশিস সরকার, একটিতে কৃষ্ণেন্দু রায় এবং অন্যটি রাজুদা বিজেপি বলে নম্বর সেভ করা রয়েছে।
দেবাশিসবাবুর বক্তব্য, ভাতার বিধানসভায় জয় শ্রীরাম বলে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন। সে জন্যই ফোন করেছিলেন। সেটাকে উনি হুমকি মনে করছেন।
ইতিমধ্যে সাইবার থানায় পাঠানো হয়েছে দেবু টুডুর অভিযোগ। বিষয়টি তাঁরাই খতিয়ে দেখছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584