বিজেপি নেতার প্রশয়ে মা-স্ত্রীকে অত্যাচার যুবকের, নিরব প্রশাসন

0
187

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

the boy beat up wife and mother | newsfront.co
আরিফুল মল্লিক। ফাইল চিত্র

বিজেপি নেতার প্রশয়ে স্ত্রী-মাকে অত্যাচার যুবকের। অত্যাচারিত দুই নারী বার বার প্রশাসনের সাহায্য চেয়ে ব্যর্থ।

the boy beat up wife and mother | newsfront.co
সন্তান নিয়ে অসহায় পারভিন, মিনু। নিজস্ব চিত্র

জানা যায়, চার বছর পূর্বে বিষ্ণুপুর থানার অন্তর্গত চামনী নস্কর পাড়ার বাসিন্দা আরিফুল মল্লিকের সঙ্গে বিয়ে হয় কাস্তেকুমারি এলাকার বাসিন্দা পারভিন সুলতানার।

the boy beat up wife and mother | newsfront.co
পারভিন সুলতানা। নিজস্ব চিত্র

আরিফুল পারভিনার দুটি সন্তানও আছে। স্বাভাবিক দাম্পত্য জীবন চললেও আরিফুলের সাথে আজমিরা বিবি নামে স্থানীয় এক মহিলার সাতে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। যার জেরে পারভিনের উপর চলে নিত্য অত্যাচার। এমনকি পারভিনের উপর অ্যাসিড আক্রমণ করা হয় বলে অভিযোগ। ছেলের আক্রমণের হাত থেকে রক্ষা পাইনি বয়স্ক মা মিনু মল্লিকও।

আরও পড়ুনঃ মাকে হত্যার চেষ্টা, অভিযুক্ত ছেলে-বৌমা

the boy beat up wife and mother | newsfront.co
অভিযোগ। নিজস্ব চিত্র

জানা যায় যে, বর্তমানে আরিফুল সিরাকলে আজিমিরাকে নিয়ে বসবাস করে সেখানে তাদের আশ্রয়দাতা মুরশিদ শেখ নামে প্রভাবশালী স্থানীয় এক বিজেপি নেতা।

the boy beat up wife and mother | newsfront.co
নিজস্ব চিত্র

তার আশ্রয়ে এবং প্রশয়ে থেকে স্ত্রীকে অবৈধ ব্যবসায় নামাবার এবং বাংলাদেশে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে আরিফুল বলে অভিযোগ পারভিনার।

অসহায় মা মিনু মল্লিক এবং স্ত্রী পারভিনা সুলতানা দুই সন্তানকে নিয়ে সন্ত্রস্ত অবস্থায় বাস করেছে। প্রশাসনের কাছে বার বার দরবার করেও সুরাহা মেলেনি। নিউজফ্রন্ট প্রতিনিধির কাছে অসহায় দুই মহিলার কাতর আবেদন, কোথায় যাব বলুন?

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here