সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
বুলবুল ঘূর্ণিঝড়ের দাপটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল ক্লাস নাইনের ছাত্র। ঘূর্ণিঝড়ের জেরে চালের টালি উড়ে যাওয়ায় ঘরের মধ্যে বৃষ্টির জল পড়ছিল। টিভি দেখার জন্য ইলেকট্রনিক বোর্ডের সুইচ অন করা মাত্রই বিদ্যুতস্পৃষ্ট হয় সে।
ঘটনাটি গতকাল রাত ৮ টায় দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানার গজাপোয়ালি নস্কর পাড়ায় ঘটেছে। মৃত বুড়ুল হাইস্কুলের ছাত্র সুদীপ ভক্ত(১৫)।
ছাত্রের পরিবারের লোকজনের অভিযোগ, বুলবুল ঘূর্ণিঝড়ের কারণে ঘরের টালি উড়ে চলে যায়। সেই সময় ভোল্টেজ আপ-ডাউন করছিল। এমন অবস্থায় টিভি দেখার জন্য ইলেকট্রনিক বোর্ডের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সে।
আরও পড়ুনঃ বুলবুলের দাপটে ভাঙল বাড়ি, মৃত ১
পরিবারের লোকজনের কান্নাকাটি শুনে ছুটে আসে স্থানীয় মানুষ। মৃতদেহ উদ্ধার করে এলাকার লোকজন সংশ্লিষ্ট থানার মুচিশা লক্ষীবালা হাসপাতালে নিয়ে এলে চিকিংসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আজ দেহ ময়নাতদন্তের জন্য মমিনপুরে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর নোদাখালি থানার পুলিশ দেহ তুলে দেবে পরিবারের লোকজনদের হাতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584