চুল দানে নজির যুবকের

0
29

সুদীপ পাল, বর্ধমানঃ

বাবা ক্যান্সারে মারা যান। এই ঘটনা রেখাপাত করে গুসকরার বাসিন্দা যুবক সুদীপকে। তারপর থেকেই ক্যান্সার আক্রান্ত রোগীদের কিভাবে সাহায্য করা যায় এই চিন্তা তাঁকে তাড়িয়ে বেড়াত। অবশেষে একদিন সুযোগ এলো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার। আর তারপরেই অনন্য এক নজির স্থাপন করলেন যুবক সুদীপ।

the boy donate hair | newsfront.co
নিজস্ব চিত্র

ক্যান্সারে আক্রান্ত রোগীদের কেমো থেরাপির পর রোগের উপশম হলেও সাইড এফেক্টে মাথার সমস্ত চুল উঠে যায়। দীর্ঘদিন ক্যান্সারের মতো মারণ এবং ব্যয়বহুল রোগের চিকিৎসায় পরিবারের অনেক টাকা খরচা হয়। তাই পরচুলা কেনার মতো সামর্থ্য থাকে না অনেক পরিবারেরই।

মুম্বইয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থা চুল সংগ্রহ করে পরচুল বানিয়ে তা রোগীদের বিনামূল্যে দেন। মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালের সাথে এই সংস্থার চুক্তি রয়েছে। সুদীপবাবু বলেন, ‘সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি ১২ ইঞ্চি বা তার বেশি চুল নির্দিষ্ট পদ্ধতি মেনে ক্যান্সার আক্রান্তদের উইগ বানাতে দেওয়া যায়।’

আরও পড়ুনঃ ছটপূজা উপলক্ষে দুঃস্থদের বস্ত্র ও খাদ্য বিতরণ

এই খবর জানার পর থেকেই সুদীপ মাথার চুলের প্রতি বিশেষ যত্ন নেন। ১২ ইঞ্চি লম্বা হওয়ার পর নির্দিষ্ট পদ্ধতি মেনে নিজের চুল পাঠান ওই সংস্থাকে।

বন্ধু সুদীপের এই কীর্তিতে খুশি গুসকরার বাসিন্দা সৈকত ভট্টাচার্য্য, স্বরূপ লাহা প্রমুখ। তাঁরা বলেন, সুদীপের মত উদার মনের মানুষ সমাজে পরার্থপরতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here