নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
সমাজ বিরোধী কাজের প্রতিবাদ করায় এক ব্যাক্তিকে গুলি ও হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে।
বুধবার রাতে কালিয়াচক থানার গয়েশবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে।আশঙ্কাজনক আবস্থায় ওই ব্যাক্তি বর্তমানে মালদা শহরের একটি বেসরকারী নার্সিংহোমে চিকিৎসাধীন। ঘটনায় কালিয়াচক থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।
পুলিশ ও পরিবার সুত্রে জানা গিয়েছে,জখম ব্যাক্তির নাম আক্রম আলি(৪০)।পেশায় শ্রমিক। বাড়ি কালিয়াচক থানার গয়েশবাড়ি গ্রামে।
আরও পড়ুনঃ আক্রান্ত উন্নয়ন আধিকারিক,প্রতীকী প্রতিবাদে সহকর্মীরা
জানা গিয়েছে,ওই এলাকার দুই ব্যক্তি সাজিরুদ্দিন সর্দার ও মোমিন দুষ্কৃতীমূলক কাজের সঙ্গে জড়িত। চুরি ছিনতাইয়ের মতো সমাজ বিরোধী কাজে জড়িত,তার প্রতিবাদ করে আক্রম।বুধবার রাতে বাড়ি ফিরছিল সে,
সেই সময় আম বাগানের মধ্যে পেছন থেকে অভিযুক্ত দুই জন তার উপর হামলা চালায়। পিঠে গুলি ও মাথায় ধারালো অস্ত্রের কোপ মেরে খুনের চেষ্টা করে। সেখান থেকে কোনক্রমে পালিয়ে যায় জখম আক্রম। পরে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে মালদা শহরের একটি বেসরকারী নার্সিংহোমে ভর্তি করে।
কালিয়াচক থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক দুই অভিযুক্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584