নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
আবারও এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার হাশিমপুর এলাকায়। মৃতের নাম নিরাপদ পাল (২৪)। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।

জানা গেছে, পুরুলিয়া জেলায় ইঞ্জিনিয়ারিং পড়ত যুবক। শারীরিক অসুস্থতার কারণে গত ছয় মাস ধরে বাড়িতেই ছিল সে। এরপর গতকাল গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুনঃ গায়ে আগুন দিয়ে আত্মঘাতী বৃদ্ধা
খবর পেয়ে ঘটনাস্থলে আসে কেশিয়াড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক অনুমান প্রেমের সম্পর্কের জটিলতা থেকেই এই আত্মহত্যা, যদিও অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করেছে কেশিয়াড়ি থানার পুলিশ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584