নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
রাজ্যে প্রথম আলিপুরদুয়ার জেলায় স্বননির্ভর দলের মহিলাদের দ্বারা তৈরি সামগ্রি ব্র্যান্ড নামে বাজারে আসতে চলেছে।
ডুয়ার্স কন্যা ব্র্যান্ড নামে স্বনির্ভর দলের মহিলাদের দ্বারা তৈরি সামগ্ৰী মার্কেটিং করা হবে বলে জানালো আলিপুরদুয়ার জেলাশাসক নিখিল নির্মল।
জেলাশাসক জানান আমাদের রাজ্যে প্রথম স্বনির্ভর দলের মহিলাদের তৈরি সামগ্ৰী বাজারে মার্কেটিং করা হবে ‘ডুয়ার্স কন্যা’ ব্র্যান্ড নামে তার জন্য ট্রেডমার্ক আবেদন করা হয়েছে।সরকারের কাছে অনুমতি নেওয়া হয়েছে আমাদের রাজ্য প্রথম স্বনির্ভর দলের মহিলাদের দ্বারা তৈরি সামগ্ৰী মার্কেটিং করার জন্য ব্র্যান্ড নামে করতে উদ্যোগী হয়েছে।
জেলা শাসকের ঘোষণাঃ
স্বনির্ভর দলের মহিলাদের দ্বারা তৈরি অনেক জিনিস যেমন জ্যাম জেলি চা রিলেটেড পণ্যসহ অনেক সামগ্রি যেগুলি আলিপুরদুয়ার জেলায় তৈরি হয় এগুলো একটা ব্র্যান্ড নামে বাজারে মার্কেটিং হবে আর একটা ব্র্যান্ড নাম থাকলে মার্কেটিং এর সুবিধা হবে।
আরও পড়ুনঃ রায়গঞ্জ চক্রের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584