শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
ব্রিটিশ শাসনকালে স্থাপিত হওয়া গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় পুনরায় মেরামতি না হওয়ায় চাঙর ভেঙে পড়ছে ক্লাসরুমে।
২০১৮ সালের শুরুতে এমন ঘটনা হওয়ায় আতঙ্কিত স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে পড়ুয়ারা। প্রশাসনকে এবিষয়ে জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানা যায়।
জানা গেছে, ব্রিটিশ আমলে স্থাপিত হয়েছে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়। তারপর থেকে একবারও মেরামতি করা হয়নি। প্রায় ৮০ বছরেরও বেশি পুরনো এই স্কুলের মূল বিল্ডিং -এর ছাদ থেকে ভেঙে পড়ছে চাঙড়। সেই কারনে বিল্ডিংটি প্রায় ভগ্নদশায় পড়ে রয়েছে।
জানা গেছে, ওই বিল্ডিং-এর উপরতলায় যে পাঁচটি ক্লাসরুম রয়েছে তার সবকটি এখন বন্ধ করা হয়েছে। সেই কারনে পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রেও দেখা দিয়েছে সমস্যা।
আরও পড়ুনঃ জলমগ্ন ভগ্নপ্রায় রাস্তা,স্ট্রিট লাইট অচল,নীরব প্রশাসন
স্কুল কর্তৃপক্ষ এবিষয়ে জেলা প্রাশাসন থেকে শুরু করে প্রাক্তণ সাংসদকে জানালেও কোনো লাভ হয়নি। তারা বারবার বিল্ডিংটিকে পুননির্মানের জন্য আবেদন জানালেও এখনো পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি বলেই সূত্রের খবর।
এবিষয়ে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের এক ছাত্র জানান, তারা সবসময় আতঙ্কের মধ্যে ক্লাস করে। বিল্ডিংটি এতই দুর্বল হয়ে গিয়েছে যে কোন মূহুর্তে তা ভেঙে পড়ার সম্ভাবনায় রয়েছে।
এছাড়াও ওই ভগ্নপ্রায় বিল্ডিং-এর সব ক্লাসরুম গুলো বন্ধ হয়ে যাওয়ায় এক ঘরে অনেকজন ছাত্র মিলে তাদেরকে ক্লাস করতে হয়।সেই কারনে বসার জায়গা নিয়েও সমস্যা দেখা দেয় তাদের মধ্যে।
এবিষয়ে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্যামল কুমার ঘোষ জানান, স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে ছাত্ররা আতংকিত বিল্ডিংটিকে নিয়ে। বিল্ডিংটির পুননির্মানের জন্য জেলা প্রশাসন থেকে শুরু করে ডিএমের কাছেও তারা আবেদন জানিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি বলে জানিয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584