আইনভেঙে উদ্দাম বনভোজন পুলিশের

0
108

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

the break of law police picnic
আইন রক্ষকদের উল্লাস।নিজস্ব চিত্র

বর্ষ শেষ হতে হাতে মাত্র একদিন বাকি তার আগেই পুলিশ কর্মীরা মেদিনীপুর শহর লাগোয়া পাখিবাগানের মাঠে পিকনিকে মজলেন।পুলিশের প্রিজন ভ্যানের হুডারে মাইক বাজিয়ে প্রকাশ্যে মদ্যপান করে চলল পুলিশকর্মীদের বনভোজনের মোচ্ছব। উল্লেখ্য,যে প্রিজনভ্যানে জেলখানা থেকে আসামিদেরকে নিয়ে আসা হয় আদালতে বা আদালত থেকে আবার জেলখানায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয় যে প্রিজনভ্যান সেই প্রিজন ভ্যানে করে পুলিশকর্মীরা গেলেন তাদের বনভোজনের সামগ্রী নিয়ে গেলেন বনভোজনের।পুলিশের পাশাপাশি আমজনতা ও মজেছে চড়ুইভাতিতে। বনভোজন স্থানে নিরাপত্তা দিতে অবশ্য মজুদ ছিল মেদিনীপুর কোতোয়ালি থানার পেট্রলিং ভ্যান। পাখিবাগানে অন্যান্য যে সমস্ত পরিবারের লোকজন গিয়েছেন সেই বনভোজন করতে। নিয়মানুযায়ী প্রিজন ভ্যান রাষ্ট্রীয় সম্পত্তি, যা নিয়ে বনভোজন তো দূর অস্ত,পুলিশ ব্যবহার করতে পারে না ব্যক্তিগত কাজেও। আইনের রক্ষকই যখন আইন ভঙ্গকারি তখন আমজনতাকে আইনের পাঠ দেবেন কি করে পুলিশ কর্মীরা?

the breck of law police picnic
নিজস্ব চিত্র

আরও পড়ুন: মদ খাওয়ার টাকা না পেয়ে মাকে হত্যা করল সন্তান

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here