নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
সাত সকালে একটি পাকা ব্রীজ ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের টটপাড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মজিদখানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৮ বছর আগে হাড়িভাঙ্গা নদীর উপর এই ব্রীজটি বানিয়েছিল জেলা পরিষদ।
দীর্ঘদিন যাবৎ ব্রীজটি বেহাল অবস্থায় ছিল। এই ব্রীজ নিয়ে এলাকার রাজনৈতিক নেতারা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর-সহ সমস্ত দফতরে ব্রীজটি সংস্কারের জন্য জানিয়েছেন। কিন্তু উর্দ্ধতন কর্তৃপক্ষ নজর না দেওয়ায় বুধবার একটি মাটি বোঝাই ট্রলি ব্রীজের উপরে ওঠার পর ব্রীজটি মাঝ বরাবর ভেঙে যায়।
আরও পড়ুনঃ ভয়াবহ আগুনে ভষ্মীভূত ৪ ঘর, ক্ষতি আনুমানিক দশ লক্ষ
সূত্রের খবর, সামান্য আহত হয়েছেন ট্রলির চালক-সহ আরও দুইজন। এলাকার তৃণমূল নেতা জগদীশ দাস বলেন ব্রীজের সংস্কার করার দাবি ছিল অনেক দিনের কিন্তু কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দেয়নি।
এলাকার পঞ্চায়েত প্রধান শ্রীবাস দেবনাথ বলেন, ব্রীজটির সংস্কার করার দরকার ছিল অনেকদিন আগেই। আর এক বাসিন্দা গোপাল দেবনাথ, যিনি ওই ট্রলিতে ছিলেন, তিনি বলেন, তিনজন সামান্য আহত হয়েছে।
অন্যদিকে, এলাকার বিজেপি নেতা সজল রায় বলেন, অনেকদিন আগেই ব্রীজের সংস্কার করার দরকার ছিল। কিন্তু রহস্য জনক ভাবে ব্রীজটির সংস্কার হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584