গলসি কলকাতা বাস চালু

0
64

সুদীপ পাল, বর্ধমানঃ

গলসি-কলকাতা রুটে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এসবিএসটিসি) বাস পরিষেবা চালু হল। গলসি থেকে কলকাতা যাওয়ার সরাসরি কোনো যোগাযোগ ছিল না।

bus start in kolkata | newsfront.co
বাস উদ্বোধন। নিজস্ব চিত্র

কলকাতা যেতে হলে গলসি থেকে বর্ধমান স্টেশন আসতে হতো। সেখানে ট্রেন ধরে কলকাতা যাওয়া যেত। অথবা বাসে এসে নবাবহাট থেকে বাস ধরে কলকাতা যেতে হতো। আসানসোল বা দুর্গাপুর যে সরকারি বাসগুলি যায় তা গলসিতে থামে না। কলকাতা যাওয়ার ক্ষেত্রে এখানের বাসিন্দারা অসুবিধাতেই পড়তেন।

দীর্ঘদিন ধরে বাসিন্দারা দাবি করে আসছিলেন, গলসি থেকে কলকাতা বাস চালানোর। পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী তা অনুমোদন করেন।

আরও পড়ুনঃ খুলে গেল বন্ধ কালচিনি চা-বাগান

আপাতত গোহগ্রাম পঞ্চায়েতের গরম্বা থেকে একটি বাস কলকাতা যাবে। ৫২ সিটের বাসের ভাড়া একশো কুড়ি টাকা। যাত্রী সংখ্যা বাড়লে বাসের সংখ্যাও বাড়বে বলে জানা গেছে।

গলসির বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, আগামীদিনে চাঁকতেতুল থেকে কলকাতা বাস পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে। তবে দিনে অন্তত তিনটি বাস চালু করা প্রয়োজন বলে মনে করেন গোহগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিমল ভক্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here