শিলিগুড়িতে মালবাহী গাড়িতে আগুন, ব্যাপক চাঞ্চল্য

0
72

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

মঙ্গলবার শিলিগুড়ির ভেনাস মোড়ের কাছে উড়ালপুলে টাটা এসি গাড়িতে আগুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।

car fire in siliguri | newsfront.co
অগ্নিকাণ্ড। নিজস্ব চিত্র

জানা গিয়েছে যে এদিন ওই গাড়িটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিলিগুড়ির দিকে আসছিল। ঠিক সেই সময় ভেনাস মোড়ের কাছে উড়ালপুলের উপর হাঠৎ চালক লক্ষ্য করেন যে, গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে। এই দেখে চালক গাড়ি দাঁড় করিয়ে খবর দেন দমকলকে।

car fire in siliguri | newsfront.co
নিজস্ব চিত্র
car fire in siliguri | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ জনতা-পুলিশ সংঘর্ষে ফের উত্তপ্ত দিল্লির রাজপথ, পুলিশ পিকেটে আগুন

তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন গাড়িটির সামনের অংশ গ্রাস করে নেয়। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকলের একটি ইঞ্জিন।

এরপর আধঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। অন্যদিকে এই ঘটনার পর থেকেই বেশ কিছুক্ষণের জন্য উড়ালপুল দিয়ে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here