শিবশঙ্কর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুরে জেলায় জেলা শাসক পদে যোগ দিয়েই জেলার উন্নয়নকে ত্বরান্বিত করতে স্বচেষ্ঠ হয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক নিখিল নির্মল।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যে ভাবে রাজ্যের পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে নির্মল বাংলা প্রকল্প শুরু করেছেন তাকেই দক্ষিণ দিনাজপুর জেলায় ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছেন জেলা শাসক।
এবার জেলা শাসকের নির্দেশেই বালুরঘাট শহরের বিভিন্ন স্কুলের পরিবেশকে পরিচ্ছন্ন করতে এগিয়ে এলেন বালুরঘাট মহকুমার মহকুমা শাসক তথা বালুরঘাট পৌরসভার প্রশাসক ঈশা মুখার্জি। আজ মহকুমা শাষকের উদ্যোগে শহরের বালুরঘাট চারটি স্কুলে এক সঙ্গে চলল মিশন নির্মল বাংলাকে সফল করার কাজ।
খাদিমপুর বালিকা বিদ্যালয়,নামাবঙ্গী হাইস্কুল,নালন্দা হাই স্কুল,আশুতোষ বালিকা বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের সদস্যদের নিয়ে বালুরঘাট পৌরসভার সহায়তায় চলল এই চারটি স্কুলের আশে পাশের এলাকার পরিস্কার করার কাজ।
সেই সাথে এই দিন মহকুমা শাসক ঈশা মুখার্জি এই সমস্ত স্কুলের ছাত্রীদের স্কুল গুলির পার্শ্ববর্তী এলাকার মানুষের মধ্যে নিয়ে নির্মল বাংলা সম্পর্কে প্রচারাভিযান চালান। স্কুলের পার্শ্ববর্তী এলাকা পরিষ্কারের কাজে নিজেদের নিয়োজিত করতে পেরে খুশি এই সব স্কুলের কন্যাশ্রী ক্লাবের সদস্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584