ঝাড়গ্রামে কুইজ কেন্দ্রের উদ্যোগে উৎসব পরবর্তী সাফাই অভিযান

0
40

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

বিগত বেশ কয়েক বছরের মতো এবছরও শারোদৎসব পরবর্তী সাফাই অভিযান শুরু করলো মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।

cleaning campaign in jhargram | newsfront.co
নিজস্ব চিত্র

বৃহস্পতিবার সকালে সোসাইটির উদ্যোগে ঝাড়গ্রাম জেলার ঝাড়্গ্রাম স্টেশন পাড়া এলাকার সংঘমিত্র ব্যায়াম সমিতির পূজা মন্ডপ প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় ঘন্টা দুয়েক সাফাই অভিযান চালানো হয়। পরিস্কার করা হয় মন্ডপ প্রাঙ্গণে পড়ে থাকা প্লাস্টিক,থার্মোকল, আইসক্রিমের কৌটো সহ অন্যান্য আবর্জনা।

কুইজ কেন্দ্রের এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সংঘমিত্র ব্যায়াম সমিতির পূজা কমিটির কর্মকর্তাগণ। পাশাপাশি এদিন সবুজায়নের বার্তা দিতে মন্ডপ চত্বরের এক পাশে চারাগাছ রোপণ করা হয়। মাইকে প্লাস্টিক,থার্মোকল দূষণের কুফল এবং জল সংরক্ষণ বিষয়ে প্রচার চালানো হয়।

নিজস্ব চিত্র

এই কর্মসূচিতে কুইজ কেন্দ্রের দশ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কুইজ কেন্দ্রের সভাপতি রিংকু চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ জানা, স্নেহাশীষ চৌধুরী প্রমুখ।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বিসর্জন পরবর্তী পুকুর সংস্কারের উদ্যোগ পুরনিগম

পূজা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন অসীম নন্দী, প্রদীপ দে, মিলন ঠাকুর, নন্দন ঠাকুর, বিপ্লব মিদ্যা, অশোক গড়াই, সনু মিশ্রা, প্রবীর রায়, অজয শর্মা প্রমুখ। কুইজ কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ কর্মকার, শবরী বসু, সুদীপ কুমার খাঁড়া,সৌনক সাহু, নরসিংহ দাস প্রমুখ।

উল্লেখ্য সংঘমিত্রের পূজা এবছর ২৮ বছর পার করলো। এবছর তাদের থিম ছিল মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ পরবর্তী অবস্থা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here