ভোটপর্ব নিয়ে খোলাখুলি বক্তব্য শুভেন্দুর

0
97

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

খড়্গপুর বিধানসভার উপনির্বাচনের জন্য তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সোমবার মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমি কোনও গনৎকার নই। তবে আমাদের সংগঠনের যা খামতি ছিল গত চার মাসে তা পূরণ করে দিয়েছি। বাকিটা ফলাফলের দিন বোঝা যাবে।”

Suvendu Adhikari | newsfront.co
শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

তিনি আরও বলেন, যে দিন আমি খড়্গপুর ডিআরএম অফিসে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলাম, সেদিনই বুঝেছিলাম যে খড়্গপুর পরিবর্তন চাইছে।”

অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি তথা প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষের বিরুদ্ধে ‘অপদার্থতা’ বলে কটাক্ষ করলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খড়্গপুর উপনির্বাচনে ভূমিপুত্রকে দাঁড় করিয়েছেন।

tmc candidate | newsfront.co
তৃণমূল প্রার্থী, প্রদীপ সরকার। নিজস্ব চিত্র

অন্যদিকে তিনি কংগ্রেসের বিরুদ্ধে কটাক্ষ করে বলেন নোডাকে ভোট দেওয়া আর কংগ্রেসকে ভোট দেওয়া একই ব্যাপার।

সারা রাজ্যে কংগ্রেসের ভোট পার্সেন্টেজ এক পারসেন্ট, অন্যদিকে গত লোকসভা ভোটে সিপিএম প্রার্থী দাঁড়িয়েও বিজেপিকে ভোট দিয়েছে তা একবার পরিষ্কার করে দিলেন শুভেন্দু। তিনি বলেন, ওঁরা প্রার্থী দেবেন কিন্তু ভোট দেবেন বিজেপিকে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী

 Nomination papers submit | newsfront.co
মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে। নিজস্ব চিত্র

অপরদিকে দিলীপ ঘোষের বক্তব্য অনুযায়ী, আগামী উপনির্বাচনে খড়্গপুর বিধানসভায় জেতার আশাবাদী তিনি। তিনি বলেছিলেন, এটা দিলীপ ঘোষের সম্মানের লড়াই।

সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী বলেন, এটা কোনও ব্যক্তি বিশেষের লড়াই নয়। এটা দলের লড়াই। আমি আশাবাদী যে এই উপনির্বাচনে তৃণমূল জয়ী হবে।

এ দিকে উপনির্বাচনের প্রার্থী প্রদীপ সরকারও যে তার পক্ষে আশাবাদী তা পরিষ্কার করে দিলেন। এ দিন এই মিছিলে উপস্থিত ছিলেন ডঃ মানস ভুঁইয়া, তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি-সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here