নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট রবীন্দ্রভারতী মহাবিদ্যালয় ও পাঁশকুড়া বনমালী কলেজের বিভিন্ন বিভাগের পড়ুয়ারা উদ্যোগ নেয়।
বর্ষার সময় প্রতিনিয়তই জলে ডুবে যায় বাড়ি। কারো বা বাড়ি নেই এক চিলতে ত্রিপল টাঙিয়ে স্বামী-স্ত্রী ও কোলের শিশুকে নিয়ে সংসার। এভাবেই বছরের-পর-বছর পাঁশকুড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের বস্তিবাসীরা দিন কাটান।
এসব কলেজ যাওয়ার পথে বাস থেকে বন্ধুরা মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেয় নিজেদের পূজোর খরচ বাঁচিয়ে হাসি ফোটাবেন বস্তিবাসী ওই খুদে শিশুগুলোর মুখে।
আরও পড়ুনঃ দুর্গোৎসব উপলক্ষ্যে মহিলা শিশুদের বস্ত্রবিতরণ
আর তারপরই কলকাতা থেকে ১৫০ শিশুর বিভিন্ন মাপের টি শার্ট, প্যান্ট কিনে সোজা পৌঁছে যায় বস্তি এলাকায়।
সেখানেই পড়ুয়ারা একে একে শিশুদের হাতে তাঁরা তুলে দেয় নতুন পোশাক মিষ্টির প্যাকেট খাতা ও পেন। হঠাৎ করে পুজোয় নতুন পোশাক পড়াশুনার সরঞ্জাম পেয়ে রীতিমত খুশি ক্ষুদে শিশু ও তাদের অভিভাবকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584