চা বাগান শ্রমিকদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান বীরপাড়ায়

0
46

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

বুধবার আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে এবং বীরপাড়া থানার সহযোগিতায় বীরপাড়া চা বাগানের শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র, কম্বল বিতরণ করা হল।

cloth distribution program in birpara | newsfront.co
পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি। নিজস্ব চিত্র

এ দিন দুপুরে শ্রমিকদের খাবারের ব্যবস্থাও করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠি, আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃদুল গোস্বামী, প্রাক্তন ব্লক সভাপতি পদম লামা, জয়গাঁও এর অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জী, মাদারিহাট ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সঞ্জীব দত্ত, চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের সহ-সভাপতি মান্না লাল জৈন, উৎপল রায়, সঞ্জয় চক্রবর্তী, অলোক মৈত্র প্রমুখ।

cloth distribution program in birpara | newsfront.co
শ্রমিকদের খাবার পরিবেশন। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ খ্রিস্টের বন্দনায় আট থেকে আশি

এ দিন জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠি বলেন, “ডুয়ার্সের প্রত্যন্ত চা বাগান এলাকায় শিক্ষা বিস্তারের জন্য ‘কোশিষ’ নামের কোচিং সেন্টার খোলা হয়েছে।

ইতিমধ্যে ৫৩ টি ‘কোশিষ’ সেন্টার খোলা হয়েছে। প্রত্যন্ত এলাকার শিশুদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে এই সেন্টার চালানো হচ্ছে।”

এ দিন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃদুল গোস্বামী, প্রাক্তন ব্লক সভাপতি পদম লামা নিজের হাতে বাগানের শ্রমিকদের দুপুরের খাবার পরিবেশন করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here