নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ভারতবর্ষে আধুনিক শিক্ষা চিন্তার প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষে ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কারমুক্ত চিন্তাভাবনা প্রসারের লক্ষ্যে ও সাধারণ ছাত্রসমাজের কাছ থেকে শিক্ষাকে কেড়ে জাতীয় শিক্ষা নীতি -১৯ বাতিল ও শিক্ষার সাম্প্রদায়িকীকরণ ও মেরুকরণের প্রতিবাদে সিবিসিএস সেমিস্টার বাতিলের দাবিতে অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর কলেজ ছাত্র সম্মেলন।
এই সম্মেলনে উপস্থিত ছিলেন এআইডিএসও-র পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক ব্রতীন দাস, জেলা সভাপতি বিশ্বরঞ্জন গিরি, জেলা সহ-সভাপতি সিদ্ধার্থ শংকর ঘাটা, সম্পাদকমণ্ডলীর সদস্য ভাস্কর পাতর।
আরও পড়ুনঃ জামবনিতে এসএফআইয়ের সম্মেলন
বক্তারা বিদ্যাসাগর ও শিক্ষার নানান বিষয় নিয়ে আলোচনা করেন। এই সম্মেলন থেকে কমরেড প্রতিমা মূরমু সম্পাদক, কমরেড অমৃতা বাঁকুড়াকে সভাপতি ও কমরেড প্রসাদ মল্লিককে কোষাধ্যক্ষ করে ছয় জনের কমিটি গঠিত হয়।
নবগঠিত কমিটির সম্পাদক প্রতিমা মূরমু কলেজ অভ্যন্তরে ন্যায়সঙ্গত দাবীর ভিত্তিতে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584