মনিরুল হক, কোচবিহারঃ
তৃণমূলের দলীয় কার্যলয় ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে। ওই ঘটনায় আহত হয়ে এক বিজেপি কর্মী। আহত ওই বিজেপি কর্মীর নাম কুলদ্বীপ বর্মন।
সে বর্তমানে গুরুতর অবস্থায় ঘোকসাডাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ২ নং ব্লকের রুইডাঙ্গা অঞ্চলের অন্তর্গত রইডাঙ্গা বাজার এলাকায়।
জানা যায়, গত কাল দুই তৃণমূল কর্মী রামঠেঙ্গা এলাকায় মিটিং করতে যাচ্ছিলো এবং রাস্তায় কিছু বিজেপি কর্মী তাদের আটক করে এবং মারধর করে।
ফলে তারা সেখান থেকে পালিয়ে আসে কিন্তু তাদের মারের বদলা নিতে তারা গুমানিরহাট কিষাণমন্ডির পাসে এক বিজেপি কর্মীকে আটক করে এবং মারধর সহ ওই বিজেপি কর্মীর গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। এর পরে বিজেপি কর্মীরাও কিছু তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর চালায় বলেও অভিযোগ।
আরও পড়ুনঃ প্রসূতির মৃত্যু, সশস্ত্র হানা বেসরকারি নার্সিং হোমে
স্থানীয় বাসিন্দা হরিপদ দেবসিংহ বলেন, আমার ভাই ভগীরথ দেবসিংহ ও মামা দীনেশ দেবসিংহ কালকে তৃণমূল এর একটা মিটিং এ উপস্থিত হওয়ার জন্য যাচ্ছিলো।
কিন্তু রাস্তা কিছু বিজেপি কর্মী তাদের আটক করে ও মারধর করে। আমি কোন দলের সঙ্গে যুক্ত না। কিন্তু বিজেপির কিছু কর্মীরা এসে আমার বাড়িতে ভাঙচুর চালায়। আমার বাড়ি ভাঙচুরের সুবিচার চাই।
ওই ঘটনার পরিপেক্ষিতে কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন জানান, লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর বিজেপি মাথাভাঙ্গা মহকুমারে বিভিন্ন এলাকায় যেভাবে সন্ত্রাস করছে তা মোটেই কাম্য নয়। বিজেপি কর্মীদের গুণ্ডামিতে শুধু তৃনমূল কর্মীরাও নয় সাধারন মানুষও অতিষ্ঠ হয়ে উঠেছে। আমাদের রাজনৈতিক কর্মীসূচিতেও বাধাদান করছে তারা।
এই বিষয়ে রুইডাঙ্গা অঞ্চলের বিজেপির ৯৫ নম্বর বুথ সভাপতি বঙ্কিম দেবসিংহ বলেন, আমাদের দুই বিজেপি কর্মী কুলদ্বীপ বর্মন ও অশ্বিনী দেবসিংহ এরা একটি মিটিং শেষ করে বাড়ি ফিরছিলো এই সময় তৃণমূলের হারমাদ বাহিনী এদের উপরে আক্রমণ করে এবং এই আক্রমণ থেকে অশ্বিনী দেবসিংহ পালিয়ে যায় ও কুলদ্বীপ বর্মন পালাতে গেলে তার গাড়ির সামনে কালীপদ দেবসিংহ নামে এক তৃণমূল কর্মী সাইকেল ফেলে দেয় তার ফলে কুলদ্বীপ পড়ে যায় এবং গুরুতর আহত হয়।
গুরুতর অবস্থায় ঘোকসাডাঙ্গা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং ওই তৃণমূলের হারমাদ বাহিনী আমাদে বাড়িতে এসে এসে আমাদের প্রাণে মারাও হুমকি দেয় বলে অভিযোগ করেন বিজেপির বুধ সভাপতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584