তোলা না দেওয়ায় দোকানে হামলার অভিযোগ

0
66

মনিরুল হক, কোচবিহারঃ

the complaint about the illegal money snatch
নিজস্ব চিত্র

তোলা না দেওয়ায় এক ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে।মঙ্গলবার রাতে কোচবিহার শহরের হাজরাপাড়া এলাকার ওই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।ওই ঘটনা নিয়ে ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

the complaint about the illegal money snatch
নিজস্ব চিত্র

ওই দোকানের মালিক প্রমোদ দাস অভিযোগ করে জানিয়েছেন, হাজরাপাড়ার পাশাপাশি শহরের কাঁচারীর মোড় এলাকাতেও তিনি একটি দোকান ঘর কেনেন। ওই দোকান ঘর কেনার জন্য তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবী করা হয়। তা দিতে অস্বীকার করায় ফোনে নিয়মিত হুমকি দেওয়া হত। এদিন কাছারী মোড় এলাকার দোকান উদ্বোধন ছিল। সেই দোকান উদ্বোধন নিয়ে ব্যস্ত ছিলেন প্রমোদ বাবু। আর সেই সুযোগ নিয়ে রাতে হাজরাপাড়ার দোকানে এসে হামলা চালানো হয়।

আরও পড়ুনঃ অন্ডালকে নতুন মহকুমা হিসেবে গড়ে তোলার দাবি

প্রমোদ বাবু বলেন, “ আমি বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। স্থানীয় ব্যবসায়ী সংগঠনকেও এব্যাপারে জানানো হয়েছে। তারা কোন ব্যবস্থা নেবেন বলে আমি আশাবাদী।” এবিষয়ে এদিন স্থানীয় ব্যবসায়ী সমিতির পক্ষে মিলন ঘোষ বলেন, “আমাদের এখানে এরকম ঘটনা প্রথমবার। ফলে সকল ব্যবসায়ীরা উদ্বেগে রয়েছে। প্রয়োজনে ব্যবসায়ীরাই কথা বলে রাত পাহারার ব্যবস্থা করবে। যাতে এধরনের দুষ্কৃতী তান্ডব এলাকায় না ঘটে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here