মনিরুল হক,কোচবিহারঃ
বাজার থেকে বাড়ি ফেরার পথে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে বুধবার রাতে দিনহাটা ১ নং ব্লকের পেটলা গ্রাম পঞ্চায়েতের বোরোডাঙ্গা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তৃণমূল কংগ্রেস কর্মীর নাম আজিজার রহমান(৬৫)। তিনি পেটলা গ্রাম পঞ্চায়েতের বোরোডাঙ্গা এলাকার তৃণমূলের বুথ কমিটির সদস্য আজিজার। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই আজাহার মিয়া নামে এক বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ কামা ছয় ছয়টা মহিলাকে খুন করেছে বিস্মিত রাণীনগর
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপির লোকজন পিটিয়ে খুন করেছে আজিজারকে।যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পারিবারিক বিবাদের জেরেই খুন হয়েছেন ওই তৃণমূল কর্মী। বদনাম করার জন্যই বিজেপি সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।’
জানা গেছে,ঈদের নামাজ পড়ে রাতে বোরোডাঙার বাড়ি থেকে পেটাল বাজারে গিয়েছিলেন আজিজার। বাজার করে দ্রুত বাড়ি ফেরার জন্য রওনা হন। কিন্তু বাড়ি খুব কাছে আসতেই একদল বিজেপি কর্মী সমর্থক তাঁকে ঘেরাও করে ধরে। এরপরেই পাশেই এক বিজেপি কর্মীর বাড়িতে নিয়ে গিয়ে মারধোর ও গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে সেখান থেকে দেহ উদ্ধার করে নিয়ে এসেছে।ওই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
তৃণমূল কর্মী খুনের ঘটনায় ইতিমধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।অপ্রীতিকর ঘটনা রুখতে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে,আজিজারের শরীরে বড় আঘাতের চিহ্ন নেই। মারধর করা হলেও, সম্ভবত শ্বাসরোধ করেই আজিজারকে খুন করা হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে দিনহাটায়। হাসপাতালের সামনে ভিড় করে রয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা।
কোচবিহার জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের অভিযোগ, ‘লোকসভা ভোটে নিশীথ প্রামাণিকের জয়ের পরেই জেলাজুড়ে তাণ্ডব চালাচ্ছে বিজেপি দুষ্কৃতীরা। তৃণমূলের দলীয় কার্যালয় দখল থেকে শুরু করে কর্মীদের বাড়িতে আক্রমণ চালানো হচ্ছে।প্রতিদিনই তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছেন।আজিজারকেও এদিন পরিকল্পতভাবেই খুন করা হয়েছে।’
যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করে বিজেপি জেলা সভানেত্রী মালতী রাভা।তাঁর পাল্টা দাবি, ‘আজিজারের খুনের পিছনে কোনও রাজনৈতিক কারণ নেই। যাঁকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সেই আজাহার মিয়ার সঙ্গে নিহত তৃণমূল কর্মীর দীর্ঘদিনের পারিবারিক বিবাদ ছিল।সাম্প্রদায়িক অশান্তি বাঁধাতে বিজেপির নাম জড়ানো হচ্ছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584