শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
আঁটসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বালুরঘাট স্ট্রং রুম চত্বর।আগামীকাল সপ্তদশ লোকসভা ভোটের ভোট গণনার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় থাকছে বিএসএফ সিআরপিএফের যৌথ নজরদারি।সিসিটিভিতে নজরদারি চলবে এলাকা জুড়ে।কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে বালুরঘাট কলেজ।
আগামীকাল ৬নং বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে বালুরঘাট কলেজে।সকাল ৮ টা থেকে ভোট গণনা শুরু হবে তার আগে কড়া নজরদারি শুরু হয়েছে কলেজ সংলগ্ন একালা জুড়ে।
আরও পড়ুনঃ তিনবার ইভিএম পরিবর্তন করেও শুরু করা গেল না ভোটগ্রহণ
নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো থাকলেও আরএসপির অভিযোগ,তাদের কাছে ইভিএম ঠিকঠাক আছে কিনা তা দেখার জন্য নির্বাচন কমিশনের দেওয়া বৈধ্য পাশ থাকলেও তাদের ইভিএম রাখা ঘর পর্যন্ত যেতে দেওয়া হছে না।
তাদের অভিযোগ রাতের অন্ধকারে ইভিএমে কোন কারচুপি হচ্ছে কিনা তা নিয়ে আশংকা প্রকাশ করছেন। কারন রাত পোহালেই ভোট গননা, তার আগে কারচুপি করতে পারে বিরোধীরা।এমনই একটা আশংকা প্রকাশ করেন আরএসপি দলের পক্ষ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584