সুদীপ পাল, বর্ধমানঃ
প্রলোভন দেখিয়ে বর্ধমান থেকে মুম্বইয়ের নিষিদ্ধ পল্লীতে নারী বিক্রির অভিযোগ তুলে বর্ধমানের সিজেএম আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা।
বিচারক নির্দেশ দিয়েছিলেন বর্ধমান থানার আইসিকে এই ঘটনা তদন্ত করার জন্য। যদিও বর্ধমান থানার দাবি, রাত পর্যন্ত এই ধরনের অভিযোগের তদন্তের নির্দেশ আসেনি। নির্দেশ পেলে তদন্ত শুরু করে তা বিচারকের কাছে জমা দেওয়া হবে।
জানা গিয়েছে, বর্ধমান শহরের জেবি মিত্র লেনে বাড়ি অভিযোগকারিণীর। কয়েক বছর আগে নদিয়ার কৃষ্ণনগরের দীগনগর বাজারের এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়।
আরও পড়ুনঃ অবৈধ সম্পর্কের জেরে আত্মঘাতী যুবক, যুবতী হাসপাতালে চিকিৎসাধীন
বর্ধমানের বাড়িতে যাতায়াত ছিল ওই যুবকের। এই যুবকের প্রলোভনে পা দিয়ে অভিযোগকারিণী গয়না ও টাকা নিয়ে বাড়ি ছাড়েন।
অভিযুক্ত যুবক গয়না ও টাকা প্রথমে হাতিয়ে নেয় পরে মুম্বইয়ের নিষিদ্ধ পল্লীতে তাঁকে বিক্রি করে দেয় বলে অভিযোগ। সুত্রে খবর, এই যুবক নারী পাচারের সঙ্গে যুক্ত।
বহু নাবালিকাকে এভাবেই পাচার করেছে বলে ওই মহিলা অভিযোগ করেন। কোনও রকমে ওখান থেকে পালিয়ে তিনি বর্ধমানে ফিরে আসেন। অভিযুক্তের কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584