মনিরুল হক,কোচবিহারঃ
দুই ছাত্র সংগঠনের গোলমালের জেরে উত্তপ্ত হয়ে উঠলো কোচবিহার শহর। মঙ্গলবার রাতে ছাত্র সংগঠন এসএফআই ও এবিভিপি দু পক্ষের দুজন গুরুতর আহত হয়ে কোচবিহার সরকারী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। আহত এবিভিপির জেলা সংযোজক দেবব্রত ভট্টাচার্য ও এসএফআই নেতা সমৃদ্ধ আচার্য। অভিযোগ ও পাল্টা অভিযোগ আক্রমণ নয় তারাই আক্রান্ত।
এদিকে আক্রমণকারীদের গ্রেপ্তারের দাবিতে রাতে কোচবিহার কোতয়ালী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সংগঠনের নেতা শমীক নারায়ন বাগচী বলেন, তৃনমূল ছাত্র পরিষদের মদতে এসএফআই কর্মীরা আজ আমাদের জেলা সংযোজক দেবব্রত ভট্টাচার্যের বাড়ীতে গিয়ে তার উপর আক্রমণ চালায়। যদিও এধরনের অভিযোগকে সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে জেলা এসএফআই নেতৃত্ব। এদিন কাটমানি ইস্যুতে এসএফআই-এর একটি কর্মসূচিকে ঘিরে এই গোলমালের সূত্রপাত।
আরও পড়ুনঃ তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পারুই,মল্লারপুর
এসএফআই কোচবিহার জেলা সভাপতি কৌশিক ঘোষ বলেন,“কলেজে কলেজে কাটমানি ফেরতের দাবি নিয়ে এসএফআই মিছিল করার সময় সেখানে তাদের কটুক্তি করে এবিভিপি সমর্থকেরা বলে অভিযোগ করেন। এরপর দুই ছাত্র সংগঠনের ২ জন ছাত্র জখম হয়।
রাতে তাদের চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে এলে সেখানেও উত্তেজনার সৃষ্টি হয়। চিকিৎসারত দুই ছাত্রের অভিযোগ তারা একে ওপরের হাতে আক্রান্ত। হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584