অফিস নির্মাণ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ

0
27

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

বন দফতরের পানা রেঞ্জ কার্যালয়ের সামনে সড়কের ধারে আদিবাসী বিকাশ পরিষদের কার্যালয় নির্মাণ করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল আজ হ‍্যামিল্টনগঞ্জ এলাকায়।

the conflict between two group for building development | newsfront.co
গোষ্ঠীদ্বন্দ্ব। নিজস্ব চিত্র

পানা রেঞ্জ কার্যালয়ের সামনে আদিবাসী বিকাশ পরিষদের কর্মীরা অফিস ঘর নির্মাণ কাজ শুরু করেছিলেন। সেই কাজে বাধা দেয় বন দফতর, যার জেরে আদিবাসী বিকাশ পরিষদের সদস‍্যরা, বনকর্মী আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখায়।

the conflict between two group for building development | newsfront.co
জমা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও। নিজস্ব চিত্র।

আরও পড়ুনঃ মা-দাদার বকুনি খেয়ে আত্মহত্যা ছাত্রীর

বন দফতরের হ‍্যমিল্টনগঞ্জ রেঞ্জার অমলেন্দু মাঝি জানান, কালজানি নদীর ধারে খালি জায়গা ছিল। সেখানে আদিবাসী বিকাশ পরিষদের নেতারা অফিস নির্মাণ করছে।

আমি তাদের কাছে অফিস নির্মাণের অনুমতি অথবা জায়গার কাগজ দেখতে চাই কিন্ত তারা দেখাতে না পারায়, বিষয়টা আমরা উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

এ দিকে আদিবাসী বিকাশ পরিষদের কালচিনি ব্লকের নেতারা জানান, আমরা বন দফতরের জায়গা দখল করে অফিস নির্মাণ করছি না। আমরা সড়কের ধারে পিডাব্লুডি-র জায়গায় অফিস নির্মাণ করছি ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here