বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রণক্ষেত্র গড়বেতার চন্দ্রকোনা রোড

0
75

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

bjp leader | newsfront.co
শুভঙ্কর সাঁই,স্থানীয় বিজেপি নেতা।নিজস্ব চিত্র

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে ধুন্ধুমার কাণ্ড পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার চন্দ্রকোনা রোড এলাকায়।বিজেপি সূত্রে জানা যায় গত বুধবার বিজেপির স্থানীয় এক পঞ্চায়েত সদস্যর বাড়িতে মধুচক্র বসেছিল বলে অভিযোগ।

অভিযোগ সেই সময় চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসের পুলিশ গিয়ে অভিযুক্তদের বের করে,এর পরেই তারই কারণে এক বৈঠক ডাকা হয় শনিবার সাতবাঁকুড়া বিজেপির দলীয় কার্যালয়ে।

চিকিৎসাধীন আহত হরেরাম সিংহ,মন্ডল সভাপতি।নিজস্ব চিত্র

এর পরেই বিজেপি দলের একাংশের অভিযোগ বিজেপির বিভিন্ন কর্মসূচিতে যে টাকা খরচ হয়েছিল তার হিসেব চাওয়া হয়েছিল নেতৃত্বের কাছে,আর তাতেই চটে বসে দলীয় নেতৃত্ব,এর পরেই বাধে বচসা।শুরু হয় খণ্ডযুদ্ধ ,ভেঙে দেওয়া হয় বিজেপি কার্যালয়।আজ মারধর করা হয় ব্লক নেতৃত্বদের,এই ঘটনায় আহত হয় মণ্ডল সভাপতি হরেরাম সিংহ।

 conflict of bjp | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ছেলেধরা সন্দেহে তাসাটি চা বাগানে রণক্ষেত্র,পরিস্থিতি নিয়ন্ত্রণে শূন্যে গুলি

বর্তমানে তাঁকে দ্বাড়িগেড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে,স্থানীয় বিজেপি নেতা শুভঙ্কর সাঁইয়ের অভিযোগ,গত বুধবারের ঘটনার পর এলাকাবাসীরা মিলে একটি গণ অভিযোগপত্র পুলিশ বিট হাউসে জমা দেওয়া হয়।এলাকাবাসীর অভিযোগ ওই বাড়িতে জুয়ার আড্ডা মদের আসর এবং মধুচক্রের আসর সহ একাধিক বেআইনি মূলক কাজকর্ম চলে।

 conflict of bjp | newsfront.co
বিজেপি কার্যালয় ভাঙচুর।নিজস্ব চিত্র

শুভঙ্কর সাইয়ের অভিযোগ জেলা সহ সভাপতি রাজীব কুণ্ডু তাঁকে এই ঘটনা চেপে যেতে বলে,তখন বিজেপি নেতা শুভঙ্কর সাই সেই কথা না মানায়,তাঁর বিরুদ্ধে পাল্টা অভিযোগ জমা দেয় পুলিশ বিট হাউসে।আজকে যখন সেই অভিযোগের কথা তোলা হয় তখন উত্তেজিত হয়ে পড়ে এবং মারধর করে বলে অভিযোগ।

অন্যদিকে ব্লক সভাপতি রাম সিংহের অভিযোগ “তৃণমূলের সঙ্গে জড়িত হয়ে বিজেপির কিছু লোক বিভিন্ন দূর্নীতিমূলক কাজ করে যাচ্ছে আমি তাঁর বাধা দিতে গেলে আমার উপর চড়াও হয় এবং মারধর করে।”

অন্য দিকে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, ইতিমধ্যেই বিজেপির দলীয় অন্দরে কাটমানি ও মধুচক্র নিয়ে এছাড়াও গত লোকসভা ভোটে যত টাকা পেয়েছে এলাকার নেতৃত্ব তত টাকা খরচ করেনি,

তা নিয়ে নিজেদের মধ্যে অশান্তি,মারামারি এতে ব্লক সভাপতি আক্রান্ত এর আগেও জেলার বিভিন্ন এলাকায় ঘাটাল ,নারায়ণগড় ,দাঁতন গোয়ালতোড়েও মারামারি হয়েছে,আজকে চন্দ্রকোনা রোডে হয়েছে আগামী দিনে যে সব সিপিএমের হার্মাদ গুলো বিজেপি হয়েছে তাঁদের সঙ্গে পুরনো বিজেপিতে মধ্যে লড়াই শুরু হয়েছে,বিজেপির নেতারা অচিরেই তা বুঝতে পারবেন,এছাড়াও আগামী বিধানসভা ভোটেও এর ফল লক্ষ করা যাবে কারণ মানুষ বিজেপির উপর বিরক্ত হচ্ছে এমনই বক্তব্য করেন তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here