নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
স্বাস্থ্যকর্মীদের মারধর করে পালিয়ে গেলেও করোনা সংক্রমিত ব্যক্তি নিজেই গেলেন কোভিড হাসপাতালে। রবিবার তাঁর লালারসের রিপোর্ট করোনা পজিটিভ আসায় তাঁকে বাড়ি থেকে আনতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা হেনস্থার শিকার হয়েছিলেন। পরে ওই ব্যক্তি নিজেই সাইকেল চালিয়ে কোভিড হাসপাতালে আসেন।
রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েতের বিরাইনখন্ড গ্রামের সাবের আলি সোমবার সন্ধ্যায় নিজেই সাইকেল চেপে কর্নজোড়ার কোভিড হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছেন। সেদিনের ঘটনার পরে বাড়ি ফিরে এলে সাবেরকে বুঝিয়ে হাসপাতালে ভর্তি হতে রাজি করান পরিবারের লোকজনরা। তাঁকে সঙ্গে করে হাসপাতালে পৌঁছে দিয়েও আসেন। তবে সংক্রমণেরর ভয়ে কেউ সাবেরের সাইকেল হাত দেননি। সে আগে সাইকেল চালিয়ে গিয়েছে। পিছনে বাইকে গিয়েছেন পরিবারের কয়েকজন সদস্য।
আরও পড়ুনঃ করোনা সংক্রমণ প্রতিরোধের সামগ্রী দেওয়া হল পুলিশ কর্মীদের
পরিবারের বক্তব্য, ভিনরাজ্য থেকে ফিরে আসার পরে সাবেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছিলেন স্বাস্থ্যকর্মীরা। হঠাৎ ওই দিন সন্ধ্যায় স্বাস্থ্যকর্মীরা সাবেরকে নিতে বাড়িতে পৌঁছলে তিনি ক্ষেপে ওঠেন। স্বাস্থ্যকর্মীদের মারধর করে পালিয়ে যান। উল্লেখ্য, গত ১৩ জুন তিনি গুরুগাঁও থেকে বাড়িতে ফিরেছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584