বারুইপুরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা দম্পতির

0
665

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

দক্ষিণ ২৪ পরগণায় আত্মঘাতের ঘটনা পরপর যেন বেড়েই চলেছে। গত বুধবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর এলাকায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বছর ৪২ এর মনোরঞ্জন বিজলি।

রূপালী ও তাপস। ফাইল চিত্র

অন্যদিকে মন্দিরবাজার এলাকার বিশ্বজিৎ সর্দার নামের এক যুবক ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। এ দিন বারুইপুর থানার অন্তর্গত জয়া তলার কলোনি গ্রামে গলায় দড়ি দিয়ে একসাথে আত্মহত্যা করলেন এক দম্পতি।

dead body of tapas | newsfront.co
মৃত তাপস ভুঁইয়া। নিজস্ব চিত্র

স্বামী তাপস ভুঁইয়া(২৮) ও স্ত্রী রূপালী ভুঁইয়া(২৩) বছর খানেক আগে পরিণয় সুত্রে আবদ্ধ হন। দুজনেই গতকাল রাত নয়টা নাগাদ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন।

dead body of rupali | newsfront.co
মৃতা রূপালী ভুঁইয়া। নিজস্ব চিত্র

খবর পেয়ে পাড়ার প্রতিবেশীরা দরজা খুলে দুজনের দেহ উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসকেরা দেখা মাত্র দম্পতি কে মৃত বলে ঘোষণা করেন। তাপস ভুঁইয়া পেশায় জোগাড়ের কাজ করতন। রূপালী দেবী বাড়ির গৃহবধূ ছিলেন।

আরও পড়ুনঃ আটক মৎস্যজীবীকে উদ্ধার করতে গিয়েই বিএসএফ-বিজিবি গুলি বিনিময়

দিবাকর সেন, মৃতা রূপালীর দাদা। নিজস্ব চিত্র

প্রায় ৯ মাস আগে দেখে শুনে নিজেরা বিয়ে করেন রূপালী ও তাপস। পাড়ার লোক ও আত্মীয়স্বজনদের কথা অনুযায়ী দুজনের মধ্যেই খুব ভাল সম্পর্ক ছিল।

রত্নাকর ভুঁইয়া, মৃত তাপসের বাবা। নিজস্ব চিত্র

মিলেমিশে ভালই চলছিল তাঁদের সংসার। কিন্তু এমত অবস্থায় কেন তারা গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন তা কেউ বলতে পারছে না। এ বিষয়ে ছেলের বাবা রত্নাকর ভুঁইয়াও কোনও তথ্য দিতে পারেননি।

বারুইপুর থানায় খবর গেলে পুলিশ হাসপাতাল থেকে দুজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here