নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুরের বাম আন্দোলনের নক্ষত্র পতন। প্রয়াত হলেন মেদিনীপুরের বামপন্থী আন্দোলনের বর্ষীয়ান নেতৃত্ব হিমাদ্রী দে (তোতা দা)।বুধবার রাতে বাথরুমে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন হিমাদ্রী বাবু পরে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ হয়নি।বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে মেদিনীপুরের বামপন্থী মহলে।তার বাড়িতে ছুটে যান মেদিনীপুর শহর তথা জেলার বাম নেতৃত্ব ও কর্মীরা।
বৃহস্পতিবার সকালে তার মরদেহ তার মানিকপুর জোড়াপুকুর এলাকার বাসভবন থেকে প্রথমে আসে সিপিআইএমের পূর্ব এরিয়া কমিটির অফিস তথা পুরানো জোনাল অফিসে।সেখানে প্রয়াত নেতা কে শ্রদ্ধা জানান দলীয় নেতৃত্ব ও কর্মীরা পাশাপাশি শ্রদ্ধা জানান অন্যান্য বামপন্থী দলের নেতাকর্মীরা। এছাড়াও সম্মান জানাতে হাজির হয়েছিলেন শহরের বিভিন্ন প্রতিষ্ঠান সঙ্গে যুক্ত তার গুণমুগ্ধ অনুরাগীরা।
আরও পড়ুনঃ বামপন্থী ও মাওবাদীর থেকে অত্যাচারী দিদির সিন্ডিকেট বাহিনী বললেন নির্মলা
উপস্থিত ছিলেন সি পি আই এম রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা,দলের জেলা কমিটির সদস্য কীর্তি দে বক্সী,বিজয় পাল ,মেঘনাদ ভুঁইয়া,সারদা চক্রবর্তী,সত্যেন মাইতি,সুকুমার আচার্য,সৌগত পান্ডা,গোপাল ভট্টাচার্য,কমল ঘোষ,জয়ন্ত মজুমদার প্রমুখ নেতৃত্ব। শ্রদ্ধা জানান বর্ষীয়ান বাম নেতা প্রদীপ বসু,সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রণব চক্রবর্তী, পুর সভার প্রাক্তন উপ-পুরপ্রধান সুভাষময় ঘোষ,কবি প্রদীপ দেব বর্মন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
এরপর তার মরদেহ পদ্মাবতী শশ্মান ঘাটে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দাহ করা হয়।১৯৪২ সালে ডিসেম্বর মাসে হিমাদ্রি বাবু জন্মগ্রহণ করেন।ছাত্রাবস্থাতেই বামপন্থী ছাত্র যুব আন্দোলনের জড়িয়ে পড়েন।পাশাপাশি তিনি চিত্র সাংবাদিকতা ও সাংবাদিকতার কাজে যুক্ত ছিলেন।কাজ করেছেন সত্যযুগ, বসুমতি ও গণশক্তি পত্রিকাতে।হিমাদ্রি বাবু বামপন্থী মহল তথা শহরের মানুষজনের কাছে তোতা দা বা তোতা কাকু নামে সর্বাধিক পরিচিত ছিলেন।
একসময় যুক্তছিলেন না না সামাজিক ও ক্রীড়া প্রতিষ্ঠান সাথে।ছিলেন তরুণ সংঘ ব্যায়ামাগারের গুরুত্বপূর্ণ সংগঠক।দলের যুব সংগঠন ডিওয়াইএফআই মেদিনীপুর জোনের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন হিমাদ্রীবাবু। ছিলেন যুব জেলা সংগঠনের নেতা।সিপিএমের মেদিনীপুর শহর জোনাল কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দলের দায়িত্বভার পালন করেছেন বহুদিন ধরে।বেশ কিছুদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন এবং বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হলেন এই বাম নেতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584