সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
পাথরপ্রতিমা ব্লকের কুড়িগ্রামে অনিমেষ মন্ডলের পুকুরে কুমির ঢুকে পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
জানা গেছে,গতকাল অনিমেষ মন্ডলের স্ত্রী শ্রাবন্তী মন্ডল পুকুরে স্নান করতে যায় সকাল দশটা নাগাদ তখন দেখতে পায় পুকুরে একটি কুমিরের মতো কি ভাসছে।
চিৎকার চেঁচামেচি করলে এলাকার লোক দৌড়ে আসে সবাই বলে এটি একটি শংকর সাপ যা এলাকায় প্রচুর পরিমাণে দেখা যায় কিন্তু বেলা যত বাড়তে থাকে ততো এলাকার মানুষ খবর পেয়ে দেখতে আসে,পরে দেখা যায় প্রায় সাত ফুটের মতো লম্বা একটি কুমির পুকুরে ভাসছে।
আরও পড়ুনঃ কুমিরের সঙ্গে লড়াই করে প্রাণে বাঁচলেন মহিলা
আতঙ্কের সৃষ্টি হয় এলাকায় খবর যায় রামগঙ্গা রেঞ্জ অফিসে ঠিক রাত্রি নটা নাগাদ বনদপ্তরের লোকজন এসে কুমিরটিকে ধরে পরে বস্তা জড়িয়ে বাঁশের সঙ্গে বেঁধে তাকে নিয়ে চলে যায়।
বনদপ্তর সূত্রে জানা যায়, ভাগবত পড়ে কুমিরটিকে ছেড়ে দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584