নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
আবৃত্তি,সঙ্গীত,নৃত্য,নাটক,সঙ্গীতের কোলাজের অসাধারণ সংমিশ্রণে এক মনোগ্রাহী সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিলো সাংস্কৃতিক সংগঠন কৃষ্টি সংসদ।
ভারতীয় গণনাট্য সংঘের মেদিনীপুর শহরের কৃষ্টি সংসদ শাখার ৬৪ তম প্রতিষ্ঠা দিবস ও গণনাট্যসংঘের ৭৫ বর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠিত হলো শহরের মীরবাজারে কৃষ্টি সংসদের নিজ কার্যালয়ে।রবিবার সন্ধ্যায় আলোচনা, সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, নাটক পরিবেশনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়।
উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব প্রণব চক্রবর্তী, জয়ন্ত চক্রবর্তী,, পার্থ মুখোপাধ্যায়, বঙ্কিম দত্ত,ড.বিশ্বজিৎ সেন,সুপান্থ বসু,বিজয় পাল,মোম চক্রবর্তী,রঘুনাথ ভট্টাচার্য, সুকুমার আচার্য,সুদীপ রায়,অজন্তা রায়,সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী সুপান্থ বসু,পলি শুর,সৌমালিকা দেব,সঞ্জয় পান, ঝুমা দেব প্রমুখ।
আরও পড়ুনঃ বাঙালির দুই প্রাণের কবির স্মরণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা
আবৃত্তিতে অংশ নেন অধ্যাপক ড. বিশ্বজিৎ সেন,অভিনন্দা মজুমদার,নিশীথ দে,বিশ্বজিৎ কুন্ডু, সুজাতা চক্রবর্তী, অভিনব ঘোষ প্রমুখ।
নৃত্য পরিবেশন করেন মৈথেলী ব্যানার্জি, মেহুলী দেবনাথ,শিল্পা দে প্রমুখ।অনুষ্ঠানের শেষ লগ্নে উপস্থাপিত হয়, শুভ বন্দ্যোপাধ্যায়ের রচিত ও নির্দেশিত নাটক “রক্তের রঙ”। নাটকে দুরন্ত অভিনয় করেন উমা স্যানাল,নিশীথ দে,মাধবী পাল,রতিশুভ্র চক্রবর্তী, পিনাকী মজুমদার প্রমুখ। পাশাপাশি এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গণনাট্যের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে কৃষ্টি সংসদের কলাকুশলীদের দ্বারা পরিবেশিত সঙ্গীতের বিশেষ কোলাজ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584