নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বাঙালির দুই প্রাণের কবিকে শ্রদ্ধা জানিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরে। “রবিঠাকুরে হিয়া,চেতনায় দুখু মিঞা “এই ভাবনাকে সামনে রেখে মেদিনীপুরের অগ্রণী সাংস্কৃতিক সংস্থা ‘কাব্য ও কলা’র উদ্যোগে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে অনুষ্ঠিত হলো রবীন্দ্র নজরুল সন্ধ্যা।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।পাশাপাশি দুই কবির প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত অতিথিবৃন্দ।
উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত গুরু জয়ন্ত সাহা,সঙ্গীত শিল্পী হায়দার আলি, বর্ষীয়ান বাচিক শিল্পী অমিয় পাল, মালবিকা পাল,রবীন্দ্র নিলয়ের সম্পাদক লক্ষ্মণ চন্দ্র ওঝা, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কাব্য ও কলার কর্ণধার চিত্তরঞ্জন দাস।
আবৃত্তি,নৃত্য,সঙ্গীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন কাব্য ও কলার শতাধিক শিল্পী।দুরন্ত উপস্থাপনায় উপস্থিত দর্শকদের হৃদয় জয় করে নেন কাব্য ও কলার কচিকাঁচা থেকে শুরু করে বড়রা।অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন রথীন্দ্রনাথ দাস, ঝুমঝুমি চক্রবর্তী,আশীষ সরকার প্রমুখ।
আরও পড়ুনঃ গীতি মঞ্জুষা সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের ৮ম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
অতিথি শিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করেন ইলা পাল,জয়া মুস্তাফি রায়,পলি পাহাড়ি প্রমুখ। আমন্ত্রিত সংস্থা হিসেবে কৌস্তুভ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে ওঁকার মিউজিক সার্কেল এবং ইন্দ্রানী দাশগুপ্তের তত্বাবধানে সৃজনীর শিল্পীদের উপস্থাপনাও ছিল নজর কাড়া।একক, যৌথ, সমবেত আবৃত্তিতে সকলের হৃদয় জিতলেন কাব্য ও কলার কুশীলবরা।নৃত্য,সঙ্গীত আবৃত্তির সংমিশ্রণে উপস্থাপিত কাজী নজরুল ইসলাম এর “কান্ডারী হুঁশিয়ার” ছিল অনুষ্ঠানের সেরা আকর্ষণ।গোটা অনুষ্ঠানে যন্ত্রসংগীত শিল্পী দীপঙ্কর শীটের আবহ ও তবলায় তাপস গুঁই এর সহযোগিতা গোটা অনুষ্ঠানটিকে একটি ভিন্ন মাত্রায় পৌঁছে দেয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন চিত্তরঞ্জন দাস ও অন্তরা বোস।অনুষ্ঠানটি সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ার জন্য সবাই কে ধন্যবাদ জানান অনুষ্ঠানের রূপকার চিত্তরঞ্জন দাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584