নিখোঁজ যুবকের দেহ উদ্ধার,পরকীয়ার পরিণতি বলে অনুমান

0
75

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

the-dead-body-rescue
যাদব হালদার।ফাইল চিত্র

কুলপি থানার ঈশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের আট মনোহরপুরে একটি খাল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ।মৃত যুবকের নাম যাদব হালদার(৩২) পিতা,প্রহ্লাদ হালদার।

the-dead-body-rescue
পরিচয়পত্র।নিজস্ব চিত্র
the-dead-body-rescue
মৃত যাদবের আত্মীয়।নিজস্ব চিত্র

গত দু’ দিন ধরে মৃত যাদব নিখোঁজ ছিল বলে জানা যায়।চর্তুদিকে খোঁজাখুজি করার পর বাড়ির লোকজন কুলপি থানায় মিসিং ডায়েরি করার উদ্দেশ্যে যায়।ঠিক তখনই খবর আসে খালের মধ্যে এক মৃতদেহ ভাসছে।কুলপি থানার পুলিশ সহ পরিবারের লোকজন গিয়ে ভাসমান দেহটি যাদবের বলেই চিহ্নিত করে।

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত যাদবের সঙ্গে গ্রামেরই এক বিবাহিত মহিলার সম্পর্ক ছিল বহুদিন ধরে তার জেরে গত লক্ষ্মী পূজার সময় ওই মহিলার দেওর এবং গৃহবধূর পরিবারের লোকজন তাকে প্রচণ্ড মারধর করেছিল।

আরও পড়ুনঃ যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়

গ্রামীন সালিশের মাধ্যমে এলাকার মানুষ সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করে।এত মার খাবার পরও সে কিন্তু সম্পর্ক থেকে সরে আসেনি বলে জানা যায়সে সম্পর্ক রেখেছিল ওই গৃহবধূর সঙ্গে।

পরিবারের লোকজনের অভিযোগ,ওই সম্পর্কের জেরে যাদবকে খুন করা হয়েছে।

পূর্বে যারা মারধর করেছিল তাদের নামে কুলপি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ মৃতদেহ ডায়মন্ড হারবারে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য।

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযোগ তারা পেয়েছেন। ময়না তদন্ত রিপোর্টের পর সঠিক মৃত্যুর কারণ উদ্ধার করা যাবে।তবে ইতিপূর্বে অভিযুক্তদের বিরুদ্ধে খোঁজখবর নেওয়া শুরু করেছে কুলপি থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here