পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর গ্রামে। পঞ্চায়েতের মালজুম গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম পদ মার্ডি।পুলিশ সুত্রে জানা গিয়েছে,মালজুম গ্রামের বাসিন্দা পদ মার্ডির মৃতদেহ এলাকারই একটি জায়াগায় পরে থাকতে দেখে এলাকাবাসিরা।
আরও পড়ুনঃ তালাবন্ধ ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার
এই ঘটনার খবর ছড়িয়ে পরে গোটা এলাকা জুড়ে।খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার পুলিশকে।ঘটনার খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী যায় ওই গ্রামে।
পুলিশ জানিয়েছে মৃতদেহের শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়।
তবে প্রাথমিক তদন্তের পুলিশের অনুমান মদ্যপান নিয়ে ওই গ্রামে পদ মার্ডির সাথে বুধবার রাতে এলাকাই একজনের সাথে বচসা হয়। সেই বচসার কারনেই কি এই খুন কিনা তা খতিয়ে দেখছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584